আপনি কি ওয়েব ডিজাইনার তাহলে দেখে নিন CDN কি কিভাবে CDN লিংক আপনার ওয়েব সাইটে কাজ করে থাকে?
আপনারা যারা ওয়েব ডিজাইন শিখছেন বা শিখবেন আশা করি তাদের জন্য আজকের লেখাটি উপকারে আসবে। আপনারা ওয়েব ডিজাইন করতে গিয়ে অনেকেই CDN কথাটি শুনে থাকবেন। ওয়েব ডিজাইন করতে গিয়ে প্রায়ই CDN এর ব্যবহার করে থাকি কিন্তু অনেকেই জানিনা CDN কি কিভাবে এটি কাজ করে থাকে ওয়েব সাইটে।
প্রথমে আমাদের জানা দরকার CDN এর সম্পূর্ণ Meaning। CDN এর দু’টি meaning লক্ষ্য করা যায়। যথা-
- Content Delivery Network.
- Content Distribution Network.
CDN হলো অনলাইন ভিত্তিক ডাটা Distribution পদ্ধতি। যা তাদের সার্ভারে কিছু content রাখা আছে। আপনি শুধু একটি লিংক কল করে দিয়েই আপনার ওয়েব সাইটে কাজ করাতে পারেন। এর ফলে আপনার ওয়েব সাইটের লোভ অনেক আংশে কমে যায়।
উদাহরণ স্বরুপ যদি বলি। আমরা জেকুয়েরী নিয়ে কাজ করার সময়। প্রায় অনেক সময় জেকুয়েরী CDN লিংক ব্যবহার করে থাকি। এছাড়াও Bootstrap ব্যবহার করার ক্ষেত্রেও Bootstrap ডাউনলোড না করে আমরা সহজেই Bootstrap ব্যবহার করতে এই CDN লিংক এর মাধ্যমে।
আজ আর নয় আবারো অন্য কোন দিন অন্য কোন বিষয় নিয়ে হাজির হবো। ধন্যবাদ সকলকে আমার সীমিত পরিসরের ধারণা থেকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্ঠা করেছি ভূল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন। মনে রাখবেন অপরকে উপকৃত করলে আপনিও উপকৃত হবেন।