জেকুয়েরি কিভাবে ইন্সটল করবেন?

জেকুয়েরি ইন্সটল করা খুবই সহজ। আপনার ওয়েব সাইটে জেকুয়েরি দু’ই ভাবে ব্যবহার করতে পারেন। যেমন-

  • জেকুয়েরি লাইব্রেরী জেকুয়েরি সাইট (www.jquery.com) থেকে ডাউনলোড করে।
  • সিডিএন (CDN) থেকে লিংক সংযুক্ত করে। যেমন- গুগুল, মাইক্রোসফট। সিডিএন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

ডাউনলোড জেকুয়েরি (Download jQuery):
জেকুয়েরি ডাউনলোড করার সময় আপনি দু’ইটি ভার্সন দেখতে পাবেন। যেমন-

  • পোডাক্টশন ভার্সন (এটি সাধারনত মিনিফাইড এবং কম্প্রেস করা থাকে)
  • ডেভেলপমেন্ট ভার্সন (এটি সাধারনত পঠন যোগ্য এবং কম্প্রেস বিহীন থাকে)

জেকুয়েরির উভয় ভার্সন ডাউনলোড করতে পারবেন এখান থেকে
জেকুয়েরি লাইব্রেরি হলো একটা সাধারণ জাভাস্কিপ্ট ফাইল (javascript)। এটি হেড (<head></head>) ট্যাগ মাঝে এবং কোন কোন ক্ষেত্রে বডি (</bod>) ট্যাগ শেষ হওয়ার আগেও ব্যবহার করা হয়ে থাকে।
<head>
<script src=”jquery-1.11.1.min.js”></script>
</head>
জেকুয়েরি সিডিএন (jQuery CDN):
আপনি যদি জেকুয়েরি ডাউনলোড না করতে চান এবং আপনার হোস্টেট ওয়েব সাইটে রাখতে না চান। তাহলে আপনাকে জেকুয়েরি সিডিএন(CDN) ব্যবহার করতে হবে। জেকুয়েরির ফুল অর্থ হলো (Content Delivery Network).
আপনি গুগুল এবং মাইক্রোসফট হোস্ট থেকে জেকুয়েরি ব্যবহার করতে পারবেন। যেমন-
গুগুল সিডিএন (Google CDN):
<head>
<script src=”http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.11.1/jquery.min.js”></script>
< /head>
মাইক্রোসফট সিডিএন (Microsoft CDN):
<head>
< script src=”http://ajax.aspnetcdn.com/ajax/jQuery/jquery-1.11.1.min.js”></script>
< /head>

Write Your Comments
Back to top button