মাইক্রোসফট তাদের নতুন স্মর্ট ফোন লুমিয়া ৬৫০ বাজারে এসেছে।

Rate this post
মাইক্রোসফট বাংলাদেশের বাজারে ছেড়েছে লুমিয়া ৬৫০ মডেলের নতুন হ্যান্ডসেট। উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ডিভাইসটিতে রয়েছে নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা। মাইক্রোসফট জানিয়েছে, ডিভাইসটি লুমিয়ার সবচেয়ে হালকা পাতলা হ্যান্ডসেট,

যার পুরুত্ব ৬ দশমিক ৯ মিলিমিটার।
 ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে,
১৬ জিবি মেমোরি যা ২০০ জিবি পর্যন্ত বর্ধনযোগ্য।
 কুয়ারকম স্ন্যাপড্রাগনের কোয়াডকোর প্রসেসর,
পেছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা,
এনএফসি প্রভৃতি ফিচার।
 দাম ১৯ হাজার ২০০ টাকা।
 তবে বাজারের তারতম্য অনুসারে এই ধামের কম বেশি হতে পারে।

Write Your Comments
Back to top button