জেকুয়েরীর প্রাথমিক পরিচিতি।

জেকুয়েরি ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে। আপনার ওয়েব সাইটে জাবাস্কিপ্ট এর ব্যবহারকে সহজ করা।

জেকুয়েরি শেখার আগে আপনাকে আগে যা জানতে হবে।
আপনি যদি জেকুয়েরি শেখতে চান তাহলে আপনাকে নিচের বিষয় গুলো সম্পর্কে অব্যশই ধারনা থাকতে হবে…

  • এইচটিএমএল (HTML)
  • সিএসএস (CSS)
  • জাভাস্ক্রিপ্ট (Javascript)

আপনি যদি উপরের বিষয়গুলো সম্পর্কে জানতে চান? তাহলে আপনি আমাদের হুম পেইজটি ভিজিট করুন
জেকুয়েরি কি (What is jQuery)?
জেকুয়েরি একটি লাইটওয়েট। তাই জেকুয়েরির একটা শ্লোগ্নান হচ্ছে “ Writ Less, Do More” অর্থাৎ কম লিখে অধিক কাজ করাকে বুঝায়।
আরো বিস্তারিত ভাবে যদি আপনাদের বলতে যায়। জেকুয়েরি (jQuery) হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর একটা লাইব্রেরি। এর মাধ্যমে আপনি কয়েক লাইন কোড লিখে অনেক কাজ করতে পারেন। কেননা, এখানে জাভাস্ক্রিপ্ট এর শত শত ফাংশন তৈরি করে রাখা হয়েছে। আপনি শুধু জেকুয়েরির মাধ্যমে সেই ফাংশনটা কল করে খুব সহজেই আপনার ওয়েব সাইটে ব্যবহার করতে পারবেন।
জেকুয়েরি লাইব্রেরির নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি রয়েছে।

  • এইচটিএমএল/ডুম ম্যানিপোলেশন।
  •  সিএসএস ম্যানিপোলেশন।
  • এইচটিএমএল ইভেন্ট পদ্ধতি।
  • ইফেক্টস এবং এ্যানিমেশন।
  • এজাক্স।
  • ইউটিলিটি।

কেন জেকুয়েরি ব্যবহার করবে (Why use jQuery)?
জেকুয়েরির মাধ্যমে আপনার ওয়েব সাইটকে আরো অনেক বেশি আকর্ষ্যনীয় করে তুলতে পারবেন। খুব সহজেই শুধু মাত্র ব্যবহার জানা থাকলেই হলো। জেকুয়েরির মাধ্যমে আপনার ওয়েব সাইটে স্লাইডার, ড্রপ-ডাউন মেনু, সার্চ বক্স এছাড়াও বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করার জন্য জেকুয়েরি ব্যবহার করা হয়ে থাকে।
আজ বিশ্বের অনেক বড় বড় কম্পানি জেকুয়েরি ব্যবহার করে থাকে তাদের ওয়েব সাইটকে আরো বেশি আকর্ষ্যনীয় করতে। যেমন-

  • গুগুল (Google)
  • মাইক্রোসফট (Microsoft)
  • নেটফিক্স (Netflix)

Write Your Comments
Back to top button