৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি | 41th BCS Preliminary Exam Result

৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি
৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি

বাংলাদেশ কর্ম কমিশনের (বিপিএসসি) অধীনে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার

বাংলাদেশ কর্ম কমিশনের (বিপিএসসি) অধীনে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার 41th BCS Preliminary Exam Result ফলইতোমধ্যে শেষ করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। আগামীকাল রোববার (১ আগস্ট) এই বিসিএস প্রিলি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

পিএসসি’র উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, আগামীকাল রোববার কমিশনের বিশেষ সভা রয়েছে। এই সভাতেই ৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে।

সূত্র জানায়, অনলাইন প্লাটফর্ম জুমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পিএসসি’র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সভাপতিত্ব করবেন। বৈঠকে ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হলে রাতেই পিএসসি’র ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

বুধবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন জানান, মন্ত্রিপরিষদ থেকে বিশেষ অনুমোদন নিয়ে পিএসসির সব কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে তা প্রকাশ করা হতে পারে।

৪১তম বিসিএস পরীক্ষার ফলাফল জানবেন যেভাবে 

আমারা এখানে আলোচনা করব কিভাবে ৪১ তম বিসিএস পরীক্ষার ফলাফল। ৪১ তম বিসিএস পরীক্ষার ফলাফল পেতে ভিজিট করতে পারেন পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/) অথবা এসএমএস এর মাধ্যমে পেতে পারেন ৪১ তম বিসিএস পরীক্ষার রেজাল্ট। 

অনলাইনে ৪১ তম BCS পরীক্ষার ফলাফল পেতে ভিজিট করতে হবে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটের এই http://bpsc.gov.bd/site/view/psc_exam/BCS_Examination/ লিংকে। এখানেই ৪১ তম বিসিএস পরীক্ষার ফলাফল সম্পর্কিত নোটিশ পিডিএফ আকারে দেখতে পাবেন। উক্ত নোটিশটি ডাউনলোড করে পেতে পারেন ৪১ তম বিসিএস পরীক্ষার ফলাফল।

মোবাইল এসএমএসে ৪১ তম বিসিএস পরীক্ষার রেজাল্ট দেখবেন যেভাবে 

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৪১ তম বিসিএস পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমেও পেতে পারেন। এসএমএসের মাধ্যমে ৪০ তম বিসিএস রেজাল্ট দেখতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন PSC এরপর একটি স্পেস দিয়ে ৪১ লিখুন। আর একটি স্পেস দিয়ে আপনার রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিন। 

উদাহরণঃ PSC <Space> 41 <Space> Registration Number লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। 

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। চলতি বছরের ১৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসনে ৩২৩ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৬৪২ জন; প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনকে নিয়োগ দেওয়া হবে।

Write Your Comments

Related Articles

Back to top button