Preparation

Bangladesh Railway Online Train Ticket BD Buy New System | অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম ২০২২

The online ticket booking system is growing day by day. You no longer have to stand in line to buy a train ticket. Bangladesh Railway 26 March From 2022, tickets can be purchased at railway station ticket counters and from the website eticket.rancil.gov.bd. From March 26, you can buy 50% offline tickets and another 50% off online. Most of the users are already looking for the registration process and they want to buy Online Train ticket bd from the ticket portal.

How to buy Online Train ticket bd | অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম

বর্তমান যুগে সবকিছুই অনলাইন সিস্টেম এখন সময়ের ব্যাপার মাত্র। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ে অনলাইনে ট্রেনের টিকেট কাটার জন্য eticket.railway.gov.bd নামে একটা নতুন প্লাট ফরম চালু করেছে এখানে থেকে খুব সহজেই আপনার নাম, ইমেইল ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে খুব সহজেই Online Train ticket ক্রয় করতে পারবেন ঘরে বসেই।

আপনার প্রয়োজনীয় তথ্য রেজিস্ট্রেশন করুন

আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যেকোন ব্রাউজার দিয়ে ভিজিট করুণ Bangladesh Railway E-Ticketing Service এই ওয়েবসাইটে। বাংলাদেশ রেলওয়ের Online Train ticket কাটার জন্য অপনাকে অবশ্যই একটি একাউন্ট তৈরী করতে হবে। মনে রাখবে আপনার তথ্য দিয়ে শুধুমাত্র একটি একাউন্টই খুলতে পারবেন।

এবার আসি রেজিষ্ট্রেশন প্রক্রিয়া রেজিষ্ট্রেশনের জন্য উপরের ডান পাশ থেকে Register বাটনে ক্লিক করুন। নিচের মত একটি ফর্ম আসবে। এখানে আপনি ইংরেজিতে আপনার নাম, ইমেইল, ফোন নম্বর, ও ৮ ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন।

তারপর Identification এর জন্য আপনাকে দুটি অপশন দেওয়া হবে যেমন- NID অথবা Birth Registration Number যেটি আপনি দিতে চান, সেটি Identification Type অপশনে Dropdown অপশন থেকে বাছাই করুন। আপনার National ID Number অথবা Birth Registration নাম্বার লিখুন। এরপর আপনার পোস্টকোড এবং ঠিকানা লিখুন।

বিঃ দ্রঃ সব তথ্য অবশ্যই ইংরেজিতে লিখবেন। এখন ওয়েবসাইটের বাংলা ভার্সন প্রস্তুত হয়নি।

Online train ticket bd

Online Train ticket একাউন্ট ভেরিফাই পদ্ধতি

সব তথ্য দিয়ে SIGN UP বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে 6 ডিজিটে একটি Verification Code পাঠানো হবে এবং সেই Code টি দিয়ে আপনার একাউন্ট Verify করতে হবে। আপনার মোবাইলে আসা Code টি 45 সেকেন্ডের মধ্যে সঠিকভাবে লিখে Continue বাটনে ক্লিক করতে হবে। আপনি যদি ৪৫ সেকেন্ডের মধ্যে OTP Code টি দিতে না পারেন তখন Resend OTP Code নামে আর একটি অপশন পাবেন। এখানে ক্লিক করলেই আবার আপনার মোবাইলে Verification Code Continue বাটনে ক্লিক করুণ। আপনার একাউন্টটি প্রাথমিক ভাবে চালু হয়ে যাবে।

একাউন্টে লগ ইন করুন

ভেরিফিকেশন শেষে আপনার একাউন্টি অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আর যদি লগ ইন না হয় তাহলে আপনাকে Bangladesh Railway Online Train E-Ticketing Service ক্লিক করলে প্রথম ছবির মত একটি ওয়েবসাইট দেখতে পাবেন। এবার সেখান থেকে উপরের ডান পাশ থেকে Login মেন্যুতে ক্লিক করুন। এবার রেজিষ্ট্রেশনের সময় আপনি যে Mobile No এবং Password দিয়েছিলেন, তা মোবাইল এবং পাসওয়ার্ড ঘরে লিখে নিচে LOGIN লেখা বাটনে ক্লিক করুন।

কিভাবে Online Train ticket সার্চ করবেন?

আনার একাউন্টে লগ ইন হয়ে গেলে আপনি অটোমেটিক নিচে ছবির মতো পেইজে চলে যাবেন। এবার আপনি কোন স্টেশন থেকে রওনা হবেন আর কোন স্টেশনে নামবেন সেই অনুসারে ট্রেন সার্চ করুন যেমন-

  • FROM – আপনি যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন বাছাই করুন এবং
  • TO- তে আপনি যে স্টেশনে নামবেন তা বাছাই করুন।
  • আপনার ভ্রমণের তারিখ বাছাই করুন।
  • CHOOSE A CLASS – এখান থেকে আপনি কোন শ্রেণির টিকেট কিনতে চান তা সিলেক্ট করুণ।

এবার Find Ticket বাটনে ক্লিক করুন। এরপর আপনার বাছাই করা তারিখের সকল ট্রেনগুলো দেখানো হবে। এখান থেকে ট্রেন ছাড়ার সময় অনুসারে আপনার পছন্দ মত ট্রেন থেকে টিকেট কাটার জন্য সিলেক্ট করুন।

Online Train ticket কাটার সময়

বাংলাদেশ রেলওয়ে অনলাইনে ট্রেনের টিকেট কাটার জন্য সময় নির্ধারণ করে দিয়েছে। অনলাইনে ট্রেনের টিকেট কাটার জন্য সকাল ৮.০০ টা থেকে রাত ১১.৪৫ মিনিট এর মধ্যে Online Train ticket ক্রয় করতে হবে। এই সময় ছাড়া অন্য সময়ে ট্রেনের টিকেট কাটতে গেলে আপনাকে নিচের মেসেজ এর মত লেখা দেখাবে

Dear user, please try later at 8.00 AM. Bangladesh Railway online ticket purchase facility remains closed daily from 11.45 PM to 7.59 AM.

কিভাবে ট্রেনের টিকেটের মূল্য পরিশোধ করবেন?

অনেকেই অনলাইনে কোন কিছু কেনা কেটার ক্ষেত্রে ভেবে থাকে অনলাইলে টাকা দিলে সঠিক জায়গায় পৌছাবে কিনা অথবা আমার টাকা মার যাবে কিনা ইত্যাদি অনেক কিছু। সবকিছু সঠিক ভাবে সম্পন্ন করে টাকা পে-করলে অতন্ত্য রেলওয়ে টিকেট কেনার টাকা বিথা যাবে না।

এববা আসি আসল কথায় আপনার ট্রেনের টিকেট সিলেক্ট করা হয়ে গেলে টিকেটের Class ভাড়ার পরিমাণ ভ্যাট, ব্যাংক চার্জ ও মোট খরচের পরিমাণ দেখানো হবে। সব ঠিক থাকলে, Pay Now বাটনে ক্লিক করে Debit/ Credit Card অথবা bKash এর মাধ্যমে আপনার পেমেন্ট কমপ্লিট করুন।

কিভাবে ট্রেনের টিকেট ফেরত বা বাতিল করবেন?

আমরা অনেকেই কাঙ্খিত ট্রেনের টিকেটি পেতে যাত্রার আগেই ট্রেনের টিকেট কিনে রাখি। তবে ৫ দিন আগে ট্রেনের টিকেট কাটতে পারবেন। তাই কোন অনাকাঙ্খিত সমস্যার কারণে ভ্রমণ বাতিল হতেই পারে।

ট্রেনের টিকেট ফেরত দেওয়ার জন্য আপনাকে অবশ্যই যাত্রা শুরুর স্টেশনের কাউন্টারে যেতে হবে। টিকেট ফেরতের ক্ষেত্রে নিম্মোক্ত চার্জ ধার্য করা হবে।

  • যাত্রা শুরুর 48 ঘন্টা আগে টিকিট ফেরত দেওয়ার ক্ষেত্রে, এসি ক্লাসের জন্য 40 টাকা, প্রথম শ্রেণীর জন্য 30 টাকা এবং অন্য শ্রেণীর জন্য 25 টাকা চার্জ সহ কাটা হবে।
  • 48 ঘন্টার কম এবং 24 ঘন্টার বেশি হলে, ভাড়ার 25% কাটা হবে।
  • 24 ঘন্টার কম এবং 12 ঘন্টার বেশি হলে, ভাড়ার 50% কাটা হবে।
  • 12 ঘন্টার কম এবং 06 ঘন্টার বেশি ভাড়ার 75% কাটা হবে।
  • 06 ঘন্টার কম সময়ের জন্য কোন ফেরত নেই।
  • অনলাইন ক্রয়ের জন্য সার্ভিস চার্জ অ-ফেরতযোগ্য।

অনলাইনে ট্রেনের টিকেট কেনার শর্তাবলী

Bangladesh Railway Online Train ticket ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলী (তথ্যসূত্র- বাংলাদেশ রেলওয়ে ই টিকেটিং সার্ভিস) অনুসরণ করতে হবে-

Write Your Comments

Related Articles

Back to top button