Preparation
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) ৪২তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(BPSC)
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (১৮/০৭/২০২১) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (bpsc) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০–এর এমসিকিউ লিখিত পরীক্ষায় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ রেজিস্ট্রেশন নম্বরধারী ২ হাজার ৭২০ জন প্রার্থীর স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪২ বিসিএস এর সার সংক্ষেপ
- আবেদনপত্র জমাদান শুরু : ০৭ ডিসেম্বর ২০২০
- আবেদনপত্র জমাদানের শেষ তারিখ : ২৭ ডিসেম্বর ২০২০
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২০
- বিসিএসের ধরণ : বিশেষ
- পরীক্ষার সময়সূচীঃ ২৬ ফেব্রুয়ারী ২০২১(বিকাল ০৩ঃ০০ টাক থেকে ০৫ঃ০০ টা পর্যন্ত
- ফলাফল প্রকাশ ২৯ মার্চ
- মোট উত্তীর্ণ ৬ হাজার ২২ জন।
গত বছর দেশে করোনা ভাইরাস আগাত হানার পর করোনা মোকাবিলায় দেশে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম (বিশেষ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ২৬ ফেব্রুয়ারি এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করা হয়। এতে ৬ হাজার ২২ জন উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষা শুরু হলেও করোনার কারণে দুবার স্থগিত করে পিএসসি। এর মধ্যেই ৩ হাজার ৩০২ প্রার্থীর মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয়। বাকি ২ হাজার ৭২০ প্রার্থীর পরীক্ষা আগামী ১০ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে বলে জানানো হয়।
মৌখিক পরীক্ষার প্রার্থীদের তালিকা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। কোনো প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে ওই প্রার্থীর মৌখিক পরীক্ষা আর গ্রহণ করা হবে না এবং তাঁর প্রার্থিতা বাতিল হবে।
Write Your Comments