৭ আগস্ট থেকে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস শুরু | bteb.gov.bd

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ
ছবি: সংগৃহীত

৭ আগস্ট থেকে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস শুরু(bteb.gov.bd)

আগামী ৭ আগস্ট থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের তত্ত্বীয় ক্লাস শুরু হবে। অনলাইন এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করার করা হবে।

শনিবার (৩১ জুলাই) বোর্ডের পরিচালিক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

কারিগরি ও মাদরাসা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সমন্বয়ে অনুষ্ঠিত সভার এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যাণ্ড কলেজ হতে বদলিকৃত শিক্ষার্থীদের অনলাইন বদলি কর্যক্রম সূচারুরূপে সম্পন্ন করার কথা বলা হয়েছে।

৭ আগস্ট থেকে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস শুরু
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ

এছাড়া অনলাইন ক্লাস শুরু করার প্রস্তুতি গ্রহণের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সব শিক্ষা ক্রমের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের প্রথম ও দ্বিতীয় শিফটের তত্ত্বীয় ক্লাস ১ আগস্ট পরিবর্তে ৭ আগস্ট হতে অনলাইন এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হয়।

Write Your Comments

Related Articles

Back to top button