DAE Exam Question Solution 2022 – Office Assistant Cum Computer Typist
Directorate of Agriculture Extension Job DAE Exam Question Solution 2022 is given here. DAE Exam Question Solution 2022 pdf is given here. Department of Agricultural Extension (DAE) Office Assistant Cum Computer Typist Post Written / MCQ Exam held on October 21, 2022. Few month ago the job circular has published. After the authority has taken the exam All the participator of this exam are searching the desire question solution. In case of we have solved the question paper and added it here.
DAE Office Assistant Cum Computer Typist Question 2022
Are you looking for DAE Exam Question Papers then you are on the right track. Here we upload the Directorate of Agriculture Extension exam question paper as a JPEG image file. If you plan to download it. Then click on it and save your device. It is very easy and shortcut process.
Many have participated in this recruitment exam. So those who are looking for Office Assistant Exam Question Solutions have come to the right place. We here solve queries by experienced people. So visit our website regularly to get the correct answers to all recruitment exam questions.
Recent Govt Job Circular |
---|
[recent_posts num=”5″ cat=”4″ order=”dsc”] |
An examinee is very curious to know the exam pattern. As a result they are looking for previous year questions. By following this they can get new ideas about this exam. We have attached previous years questions with solutions for exam purpose. We hope you can find it.
Recent Job Question Solution |
---|
[recent_posts num=”5″ cat=”442″ order=”dsc”] |
DAE Exam Question Solution 2022
Finally we are successfully answering complete questions for DAE recruitment examination office assistant post. Bengali, English, Maths, General Knowledge solutions are given separately. Even post wise questions are answered. You can see the solution of the post against which you have appeared in the written test. Visit the official website for more details. DAE Exam Question Solution 2022
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (DAE)
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরিক্ষার তারিখঃ ২১ অক্টোবর ২০২২
সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমানঃ ১০০
বাংলা অংশ সমাধান
১। এক কথায় প্রকাশ করুনঃ
ক) ভোজন করার ইচ্ছা = বুভুক্ষা
খ) উপকারীর উপকার স্বীকার করে যে = কৃতজ্ঞ
গ) যা জলে ও স্থলে চলে = উভচর
ঘ) অনেকের মধ্যে একজন = অন্যতম
ঙ) অতিক্রম করা যায় না যা = অনতিক্রম্য
২। বিপরীত শব্দ লিখুনঃ
ক) আমদানি = রপ্তানি
খ) অবতরণ = উত্তরণ/আরোহণ
গ) সদয় = নির্দয়
ঘ) ধনী = গরীব
ঙ) কৃশ = মোটা/স্থুল
৩। শুদ্ধ করে লিখুনঃ
ক) দৈন্যতা = দৈন্য/দীনতা
খ) মুমুর্ষ = মুমূর্ষু
গ) ভবিষ্যত = ভবিষ্যৎ
ঘ) মরিচিকা – মরীচিকা
ঙ ) সম্বর্ধনা = সংবর্ধনা
৪। অর্থসহ ৰাক্য রচনা করুন:
ক) গৌরচন্দ্রিকা = ভূমিকা = গৌরচন্দ্রিকা বাদ দিয়ে কি চাও সেটা বলো।
খ) অকাল কুষ্মাণ্ড = অপদার্থ/অযোগ্য ব্যক্তি = সমাজের সকল স্তরে অকাল কুষ্মাণ্ড দিয়ে ভরে গেছে।
গ) ঘােড়ার ডিম = অলীক বস্তু/কিছুই নয় = সুমনকে দিয়ে ঘােড়ার ডিম হবে তা আগেই বুঝা গেছে।
ঘ) ইঁচড়ে পাকা = অকাল পক্ক = ছেলেটি বয়সের তুলনায় ভীষণ ইঁচড়ে পাকা হয়েছে।
ঙ) ব্যাঙের সর্দি = অসম্ভব ঘটনা = তোমার কাজে আর কথা মিল নাই সব সময় তোমার কথায় ব্যাঙের সর্দি লেগেই থাকে।
৫। সংক্ষেপে উত্তর দিন:
ক) বাংলা সাহিতাের প্রাচীনতম নিদর্শন কি? উত্তরঃ চর্যাপদ
খ) বাংলা সাহিত্যের ভােরের পাখি’ কাকে বলা হয়? উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
গ) শেষের কবিতা উপন্যাসের রচয়িতা কে? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) ‘মেঘনাদবধ কাব্যের রচয়িতা কে? উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
ঙ) কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী’ কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরঃ অগ্নিবীণা
৬। অনুচ্ছেদ লিখুনঃ
পদ্মা সেতু ও বাংলাদেশের অর্থনীতি
পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। ২৫ জুন ২০২২ সালে পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। ২৬ জুন ২০২২ থেকে আনুষ্ঠানিকভাবে সেতু দিয়ে সর্বসাধারণের চলাচল শুরু হয়েছে। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ হয়েছে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু দেশের ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। ৪২টি পিলার ও ৪১টি স্প্যান দিয়ে ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থের পরিকল্পনায় নির্মিত দেশের সবচেয়ে বড় সেতু। স্বপ্নের পদ্মা সেতু চালুর ফলে ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হচ্ছে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার। একই সঙ্গে দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে এ অঞ্চলের মানুষের। এছাড়া এ অঞ্চল সবচেয়ে বেশি লাভবান হয়েছে। সেতু তৈরির সমীক্ষায় বলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে ১ দশমিক ২৩ শতাংশ হারে জিডিপি বাড়বে।
আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ। মোংলাবন্দর ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রাজধানী এবং বন্দরনগরী চট্টগ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। সব মিলিয়ে পদ্মা সেতু অর্থনীতিতে যেমন প্রভাব ফেলবে, সহজ হবে মানুষের চলাচলও। পদ্মা সেতু চালুর ফলে খুলনা তথা দক্ষিণ অঞ্চলের কৃষিপণ্যের পরিবহন সহজ হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। এই জনপদের অর্থনৈতিক সমৃদ্ধির বিরাট সুযোগ সৃষ্টি করেছে পদ্মা সেতু।
ইংরেজি অংশ সমাধান
৭। Translate into English:
a) গণি মিয়া একজন গরীব কৃষক ছিলেন। উত্তরঃ Gani Mia was a poor farmer.
b) এক মাঘে শীত যায় না। উত্তরঃ One swallow does not makes a summer. অথবা, Nothing ends for ever.
c) সদা সত্য কথা বলৰে। উত্তরঃ Always speak the truth.
d) আমি তাহাকে দেখতে গিয়েছিলাম। উত্তরঃ I went to visit him.
e) মেয়েটি হাসতে হাসতে চলে গেল। উত্তরঃ The girl went away laughing.
৮। Fill in the gaps with appropriate prepositions:
a) Rahim sat ………me. উত্তরঃ beside/by
b) The dog barked ……me. উত্তরঃ at
c) The Himalayas stand…… the north of India. উত্তরঃ to
d) He died ……cholera. উত্তরঃ of
f) He has no appetite…….food. উত্তরঃ for
১১। Change the voice:
a) Honey tastes sweet. উত্তরঃ Honey is sweet when it is tasted
b) Shut the door. উত্তরঃ Let the door be shut.
c) She was singing a song. উত্তরঃ A song was being sung by her.
d) who taught you English? উত্তরঃ By whom were you thought English?
e) The boy did not break the glass. উত্তরঃ The glass was not broken by the boy.
১২। Write a short paragraph on “Bangabandhu- The father of the nation”.
The father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman is the architect of independent Bangladesh. He is recognized as the greatest Bengali of the past thousand years. We owe to his charismatic leadership for making us a free nation. This great leader was born on 17th March 1920 at Tungipara in Gopalganj. His father’s name was Sheikh lutfur Rahman and mother’s name was Sayera Khatun. He passed the matriculation examination from the Gopalganj Mission High School. He obtained B.A. degree in 1947 from the Kolkata Islamic college. Afterwards, he joined the politics and did his best for the Bengali Nation to make them free from the misrule and oppression of the Pakistan rulers .His history address on the 17th March 1971, at a mammoth gathering at the Racecourse marked a turning point in the history of the Bengali Nation. In his address he made a clarion call, saying: ” Build forts in each homestead. You must resist the Pakistani army with whatever you have in hand. Remember: since we have already had to shed blood , we will have to shed a lot more of it. By the grace of Allah we will be able to liberate the people of this land.
The struggle this time is a struggle for freedom__ the struggle this time is a struggle for emancipation. He was arrested at 25 March, 1971 and was taken to Pakistan. He was sent back home after Liberation. He was the Prime Minister and sometime President of Bangladesh but unfortunately he was assassinated by some misguided Army officers on 15th August, 1975 along with most of his family members excepting for his two daughters. It is considered a great loss for the nation. Nothing can compensate the loss. He was engraved at Tungipara.
গণিত অংশ সমাধান
১৩। যদি তেলের দাম ২৫% কমে যায়, তবে একই খরচে তেল কেনা শতকরা কি পরিমাণে বৃদ্ধি করা যাবে?
উত্তরঃ ৩৩(১/৩)%
১৪। যদি ১৫ জন ছাত্র ইংরেজীতে গড়ে শতকরা ৮০ নম্বর এবং ১০ জন ছাত্র গড়ে শতকরা ৯০ নম্বর পায়, তাহলে ২৪ জন ছাত্রের শতকরা হিসাৰে গড় নম্বর কত?
উত্তরঃ ৮৪
১৫। একটি নল দিয়ে একটি চৌবাচ্চা ৬ ঘন্টায় পূর্ণ হয়। চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ হলে একই রকম আরো তিনটি নল খুলে দেয়া হলো । চৌবাচ্চাটি সম্পূর্ণ পূর্ণ হতে কত সময় লাগবে?
উত্তরঃ ৪৫ মিনিট
১৬। x+1/x= √3 হলে x3 + 1/x3 এর মান নির্ণয় করুন। উত্তরঃ ০
সাধারণ জ্ঞান ও আইসিটি অংশ সমাধান
১৭। পূর্ণরুপ লিখুন:
১৭। পূর্ণরুপ লিখুন:
ক) BRRI = Bangladesh Rice Research Institute
খ) FAO = Food and Agriculture Organization
গ) UNESCO = United Nations Educational, Scientific and Cultural Organization
ঘ) RAM = Random-access memory
ঙ) BADC = Bangladesh Agricultural Development Corporation
১৮। রাজধানী ও মুদ্রার নাম লিখুন:
ক) মালয়েশিয়া = কুয়ালালামপুর, রিংগিত
খ) ভূটান = থিম্পু, গুলট্রাম
গ) নেদারল্যান্ড = আমস্ট্রারডাম, ইউরো
১৯। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ও কি কি?
উত্তরঃ ৪টি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
২০।
ক) বঙ্গবন্ধুকে কত সালে জুলিও কুরি শান্তি পদক প্রদান করা হয়? উত্তরঃ ২৩ মে, ১৯৭৩ সালে
খ) ইন্টারপােলের সদর দপ্তর কোথায়? উত্তরঃ লিঁও, ফ্রান্স
গ) FBI কোন দেশের গোয়েন্দা সংস্থা? উত্তরঃ যুক্তরাষ্ট্র
ঘ) বঙ্গবন্ধু ‘যুক্তফ্রন্ট মন্ত্রিসভার কোন মন্ত্রী ছিলেন? উত্তরঃ কৃষি, বন ও সমবায় মন্ত্রণালয়
ঙ) ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ কত তারিখে মৃত্যুবরণ করেন? উত্তরঃ ৮ সেপ্টেম্বর ২০২২ সালে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়োগ বিগত সালের প্রশ্ন ব্যাংক ও সমাধান PDF
Recent Job Exam Date |
---|
[recent_posts num=”5″ cat=”880″ order=”dsc”] |