বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে ৪৯০ জন জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের শূন্য পদে নিয়োগের জন্য বিভিন্ন পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৪১০ জন, উপসহকারী প্রকোশলী ৫১ জন, সংস্থাপন অফিসার ০২ জন, সাধারণ পরিচর্যা অফিসার ০২ জন, সহকারী হিসাব নিয়ন্ত্রক ০৪ জন, সহকারী প্রকোশলী ২১ জন নিয়োগ দেবে। সকল পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে badc.teletalk.com.bd– এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা আগামী ১৪ ডিসেম্বর, ২০১৭ সকাল ১০টা থেকে আবেদনপত্র পূরণ শুরু করা যাবে। আগামী ৩১ ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনপত্র পূরণ করা যাবে।
আবেদনকারীদের পরীক্ষার ফি Teletalk Pre-paid মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে হবে। এর জন্য ২টি SMS পঠাতে হবে।
SMS পাঠানোর প্রক্রিয়া
প্রথম SMS : BADC<space>User ID লিখে 16222 নাম্বারে send করতে হবে।
দ্বিতীয় SMS : BADC<space>Yes<space>PlN লিখে 16222 নাম্বারে send করতে হবে।
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যোগ্য আবেদনকারীদের মোবাইলের SMS এর মাধ্যমে কিংবা http://badc.teletalk.com.bd অথবা www.badc.gov.bd এই ওয়েব সাইটের মাধ্যমে জানা যাবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন : www.badc.gov.bd
Write Your Comments