Admission Results

মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ ৫ এপ্রিল ২০২২!

Rate this post

মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট আগামী মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে প্রকাশ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।

মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট

এর আগে ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ফল সোমবার প্রকাশ করার সব ধরনের প্রস্তুতি থাকলেও স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক উপস্থিত থাকতে পারবেন না মর্মে তা একদিন পেছানো হয়েছে। ফলে আগামীকাল মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর ১টায় এ ফল প্রকাশ হবে।

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয় ১ এপ্রিল ২০২২ (শুক্রবার)। গত কয়েক বছর ধরে পরীক্ষার ৩ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হলেও এ বছর কিছুটা দেরি হয়েছে।

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের ঘোষণা দেওয়ার পর ভর্তিচ্ছুরা তা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানতে পারবেন। ভর্তিচ্ছুরা অধিদপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs/) নিজেদের ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

চলতি বছর ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী আবেদন করেন, যা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় কত শিক্ষার্থী অংশ নিয়েছেন, তা এখনো জানা যায়নি। তবে অনুপস্থিতির হার খুব কম বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়

এমবিবিএস (২০২১-২২ শিক্ষাবর্ষের) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১১টায়। ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিকেল ও একটি ছিল ডেন্টাল কলেজ।

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে এ বছর রেকর্ডসংখ্যক এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেন। এ বছর সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ জন।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র মূল্যায়ন

এ বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

মেডিকেল কলেজে ভর্তির আসন সংখ্যা

বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে মোট ১০৭টি। এতে মোট আসনসংখ্যা ১০ হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।

Write Your Comments
Back to top button