NU Notice
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার অপডেট নোর্টিশ | National University Honours 4th Year Update Notice
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয় ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের সমাজকর্ম বিষয়ের মৌখিক/মাঠকর্ম পরীক্ষা আগামী ১৫/০৭/২০২১ ইং থেকে ১৯/০৭/২০২১ ইং তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার জন্য ইতোপূবে নিয়োগকৃত বহিঃপরীক্ষকগণ নিদিষ্ট কলেজ কেন্দ্রে অন-লাইন প্লাটফর্ম (ZOOM APPS) এর মাধ্যমে পরীক্ষা গ্রহণ করবেন। বিষয়টি স্ব-স্ব কলেজের পরীক্ষার্থীদের অবহিত করে পরীক্ষা গ্রহণের জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন –
২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ মৌখিক পরীক্ষা
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের মৌখিক পরীক্ষার গত ২৪/০৬/২০২১ তারিখে শেষ হয়েছে। উক্ত পরীক্ষায় যে সকল পরীক্ষার্থী যুক্তিসংগত কারনে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছে তাদেরকে আগমী ১৫/০৭/২০২১ থেকে ১৯/০৭/২০২১ তারিখের মধ্যে স্ব-স্ব কলেজ কেন্দ্রে যোগাযোগ করে ইতোপূর্বে নিয়োগকৃত বহিঃপরীক্ষকগণ এর মাধ্যমে ভিডিও কনফারেন্সের অন-লাইন প্লাটফর্মে (ZOOM APPS) পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ পূর্বক অধ্যক্ষের ফরোয়ার্ড সহ ই-মেইল এর নম্বর প্রেরণ ও
মূল কপি ডাকে/কুরিয়ারে
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক
অনার্স পার্ট-০৪
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর
অনার্স পার্ট-০৪
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর
ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে এবং বিষয়টি স্ব-স্ব করেজের পরীক্ষার্থীদের অবহিত করে পরীক্ষা গ্রহণরে জন্য সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রকে অনুরোধ কার হয়েছে।
Write Your Comments