NU Notice

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার অপডেট নোর্টিশ | National University Honours 4th Year Update Notice

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সংক্রান্ত

২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ মৌখিক/মাঠকর্ম

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয় ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের সমাজকর্ম বিষয়ের মৌখিক/মাঠকর্ম পরীক্ষা আগামী ১৫/০৭/২০২১ ইং থেকে ১৯/০৭/২০২১ ইং তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার জন্য ইতোপূবে নিয়োগকৃত বহিঃপরীক্ষকগণ নিদিষ্ট কলেজ কেন্দ্রে অন-লাইন প্লাটফর্ম (ZOOM APPS) এর মাধ্যমে পরীক্ষা গ্রহণ করবেন। বিষয়টি স্ব-স্ব কলেজের পরীক্ষার্থীদের অবহিত করে পরীক্ষা গ্রহণের জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ। 

২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ মৌখিক পরীক্ষা

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের মৌখিক পরীক্ষার গত ২৪/০৬/২০২১ তারিখে শেষ হয়েছে। উক্ত পরীক্ষায় যে সকল পরীক্ষার্থী যুক্তিসংগত কারনে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছে তাদেরকে আগমী ১৫/০৭/২০২১ থেকে ১৯/০৭/২০২১ তারিখের মধ্যে স্ব-স্ব কলেজ কেন্দ্রে যোগাযোগ করে ইতোপূর্বে নিয়োগকৃত বহিঃপরীক্ষকগণ এর মাধ্যমে ভিডিও কনফারেন্সের অন-লাইন প্লাটফর্মে (ZOOM APPS) পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ পূর্বক অধ্যক্ষের ফরোয়ার্ড সহ  ই-মেইল এর নম্বর প্রেরণ ও 
মূল কপি ডাকে/কুরিয়ারে 
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক
অনার্স পার্ট-০৪
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর
ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে এবং বিষয়টি স্ব-স্ব করেজের পরীক্ষার্থীদের অবহিত করে পরীক্ষা গ্রহণরে জন্য সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রকে অনুরোধ কার হয়েছে।
Write Your Comments

Related Articles

Back to top button