NTRCA

কারিগরি ট্রেডে শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র বিশেষ গণবিজ্ঞপ্তি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) চাহিদার ভিত্তিতে শূন্য পদে নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। 

সাধারণ শিক্ষা ধারার শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়/ দাখিল মাদ্রাসা) ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদসমূহে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন (e-Application) আহ্বান করা হয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮৮ পদে কারিগরি শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার (৫ আগস্ট) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

আবেদনের সময়সীমা  

আগামী ৮ আগস্ট সকাল ১০টা থেকে ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনকারীর বয়স

২০২১ সালের ১ জানুয়ারি তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। উচ্চ আদালতের রায়ে অনুযায়ী ২০১৮ সালের ১২ জুন তারিখের আগে যারা শিক্ষক নিবন্ধন করেছেন তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

অনলাইনে আবেদন ও ফি

অনলাইনে সঠিকভাবে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেওয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। আবেদন ফি ১০০ টাকা।অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়ার সংক্রান্ত নিয়ম টেলিটকের htt://ngi.teletalk.com.bd  ওয়েবসাইট এবং এনটিআরসিএ www.ntrca.gov.bd ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে দেখানো হয়েছে। 

যেসব পদে নিয়োগ দেওয়া হবে 

কারিগরির যেসব ট্রেডের শিক্ষক নিয়োগ দেওয়া হবে তার মধ্যে রয়েছে 

  1. ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন বিষয়ে ৫৮ জন, 
  2. সিভিল কনস্ট্রাকশন ওয়ার্কস ১৯ জন, 
  3. জেনারেল ইলেকট্রনিক ওয়ার্কস/জেনারেল ইলেকট্রনিকস ৪৪টি, 
  4. ড্রেস ম্যাকিং ৫৩ জন, 
  5. কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ২৪২ জন, 
  6. জেনালে ম্যাকনিক্স ২২ জন, 
  7. রিফ্রাজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ৩৪ জন, 
  8. প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ১৮ জন, 
  9. ওয়েলডিং অ্যান্ড ফ্রেব্রিকেশন ৫জন।
Write Your Comments
Back to top button