Preparation

The pseudonym of the poets of Bangla literature (বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকদের ছদ্মনাম)

বাংলা ভাষায় রচিত সাহিত্যকর্ম বাংলা সাহিত্য নামে পরিচিত। আনুমানিক খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর মাঝামাঝি বাংলা ভাষায় সাহিত্য রচনার সূত্রপাত হয়। চর্যাপদ পুঁথির একটি পৃষ্ঠা বাংলা ভাষা তথা বিশ্বের সকল সাহিত্যে সাহিত্যিকরা অনেক সময় নিজেদের নাম আত্মগোপন করে অন্যকোন নামে সাহিত্য রচনা করতেন। বাংলা ভাষাতেও এর ব্যতিক্রম হয়নি। অনেক কবি, সাহিত্যিক,উপন্যাসিক, নাট্যকার তাদের আসল নাম গোপন করে ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। নিম্নে তার একটি তালিকা দেওয়া হল।

ক্রমিক নংপ্রকৃত নামছদ্মনামবিশেষত্ব
রবীন্দ্রনাথ ঠাকুরভানুসিংহ ঠাকুর
অচিন্ত্যকুমার সেনগুপ্তনীহারিকা দেবী
কাজেম আল কোরেশীকায়কোবাদকবি
কালিকানন্দঅবধূত
কামিনী রায়জনৈকি বঙ্গমহিলা
কালীপ্রসন্ন সিংহহুতোম পেঁচা
প্রমথ চৌধুরীবীরবল
প্যারীচাঁদ মিত্রটেকচাঁদ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কমলাকান্ত
১০বলাইচাঁদ মুখোপাধ্যায়বনফুল
১১বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়যাযাবর
১২বিমল ঘোষমৌমাছি
১৩বিহারীলাল চক্রবর্তীভোরের পাখি
১৪মাইকেল মধুসূদন দত্তটিমোথী
১৫শেখ আজিজুর রহমানশওকত ওসমান
১৬গোলাম মোস্তফাকবি সুধাকর
১৭সতেন্দ্রনাথ দত্তছন্দের যাদুকর
১৮মীর মশাররফ হোসেনগাজী মিয়াঁ
১৯মোহাম্মদ জহিরুল্লাহজহির রায়হান
২০মোহিতলাল মজুমদারকৃত্তিবাস ওঝা; সত্যসুন্দর দাস
২১সমরেশ বসুকালকূট; ভ্রমর
২২শরৎচন্দ্র চট্টোপাধ্যায়অনিলা দেবী—-
২৩রোকনুজ্জামান খানদাদাভাই—-
২৪মোঃ শহীদুল হকশহীদুল জহির—-
২৫রাজশেখর বসুপরশুরাম—-
২৬সুনীল গঙ্গোপাধ্যায়নীল লোহিত—-
২৭সুভাষ মুখোপাধ্যায়সুবচনী—-
২৮বিমল মিত্রজাবালি—-
২৯নারায়ণ গঙ্গোপাধ্যায়সুনন্দঔপন্যাসিক
ছোটগল্পকার
নাট্যকার
৩০আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহশহীদুল্লা কায়সারঔপন্যাসিক

Write Your Comments
Back to top button