NU Notice

Zoom App ব্যবহারের মাধ্যমে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ মৌখিক পরীক্ষার নির্দেশনা

Nu bd 4th Year Honours Viva Notice

Zoom App ব্যবহারের মাধ্যমে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য সাধারণ নির্দেশনাবলীঃ

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাঃ

১। ফ্রন্ট ক্যামেরাযুক্ত মোবাইল অথবা ল্যাপটপ থাকতে হবে। ডেক্সটপ কম্পিউটার দিয়েও হবে তবে তাতে ওয়েব ক্যামেরা থাকতে হবে।

২। Latest Version এর Zoom App  আগে থেকে মোবাইল, ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার ইনস্টল করে নিতে হবে এবং Zomm App ব্যবহারে আগে থেকে অভ্যস্ত হতে হবে।

৩। ভাইবা পরীক্ষা চলাকালীন সময়ে কোনো কারণে যেন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন না হয় সেদিক বিবেচনা করে ইন্টারনেটের ব্যবস্থা করতে হবে। সে কারণে WiFi সংযোগ না নিয়ে Internet প্যাকেজ কেনা ভালো।

৪। পরীক্ষার দিন নির্দিষ্ট সময়ে নির্ধারিত ম্যাসেঞ্জার গ্রুপে প্রবেশ করে আপেক্ষা করতে হবে। ইন্টারন্যাল পরীক্ষকগণ কিছুক্ষণ পর পর যাদের প্রদত্ত লিংকে ক্লিক করে বা টাচ করে Zoom App প্রবেশ করার জন্য ম্যাসেজ দিবেন। ম্যাসেজ পাওয়ার সাথে সাথে তাদের প্রদত্ত লিংকে প্রবেশ করতে হবে।

৫। Admit Card ও Registration Card অবশ্যই সাথে নিয়ে স্থির হয়ে ক্যামেরার সামনে বসে থাকতে হবে, এদকি ওদিক তাকানো যাবে না। পরীক্ষার্থীকে যেন স্পষ্টভাবে দেখা যায় এজন্য পর্যাপ্ত আলো আছে এমন কক্ষে বা স্থানে বসে পরীক্ষা দিতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে মনে করতে হবে সে যেন সরাসরি ভাইবা বোর্ডের সামনে বসে আছে।

৬। ভাইভার সময় একবার ক্যামেরার সামনে বসার পর আর কোনক্রমেই সিট থেকে ওঠা যাবে না বা Waiting Room থেকে ভাইভার যুক্ত হওয়ার পর যুক্তিসংগত কারণ ব্যতিরেকে ক্যামেরা বা সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না।

কলেজের জন্য নির্দেশনাঃ

Write Your Comments
Back to top button