৪৩তম বিসিএস পরীক্ষা ২৯ অক্টোবর, শ্রুতিলেখক নিয়োগের জন্য আবেদন শুরু – 43 bcs preliminary exam date

43 bcs preliminary exam date
ছবি- সংগ্রিহিত

 আগামী ২৯/১০/২০২১ তারিখে ৪৩তম বি.সি.এস. পরীক্ষা-২০২০ এর প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে (43 bcs preliminary exam date)। ৪৩তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতিলেখকের নিয়োগের জন্য আবেদন শুরু হয়েছে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৯/১০/২০২১ তারিখে বি.সি.এস পরীক্ষা-২০২০ এর প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যে সকল প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন তাদের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন হতে শ্রুতিলেখ নিয়োগ দেয়া হবে। শ্রুতিলেখকের চাহিদা জানিয়ে আগামী ০৯/০৯/২০২১ তারিখের মধ্যে অফিস চলাকালীন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা এর দফতরে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। 

৪৩তম বিসিএস পরীক্ষায় শ্রুতিলেখক নিয়োগের জন্য আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি

৪৩তম বিসিএস পরীক্ষা ২৯ অক্টোবর, শ্রুতিলেখক নিয়োগের জন্য আবেদন শুরু - 43 bcs preliminary exam date

আবেদন পত্রের সাথে যেসব কাগজপত্র জামা দিতে হবে।

  1. অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) কপি এবং Admit Card; 
  2. প্রার্থীর ২দুই কপি পাসপােট সাইজের সত্যায়িত ছবি;  
  3. শ্রুতিলেখকের প্রয়ােজনীয়তা সম্পর্কে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত ডাক্তারি প্রত্যয়নপত্র;  
  4. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি।  

বিশেষভাবে উল্লেখ্য বর্ণিত কাগজপত্র নির্ধারিত তারিখের মধ্যে (০৯/০৯/২০২১) অফিস চলাকালীন শ্রুতিলেখকের জন্য আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা হবে না। 

শ্রুতিলেখকের জন্য আবেদনকারী প্রার্থীকে কেবল বাংলাদেশ সরকারী কর্ম কমিশন হতে প্রদত্ত অনুমোদিত শ্রুতিলেকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Write Your Comments
Back to top button