Job Circular

বাংলাদেশ ডাক বিভাগে ২৬৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশিত

বাংলাদেশ ডাকা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত

বাংলাদেশ ডাক বিভাগ সম্প্রতি রাজস্ব খাতের ৩০টি পদের বিপরীতে মোট ২৬৯ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। উক্ত বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ১৩ জুলাই।
 
ডাক অধিদপ্তর, ঢাকা, পোস্টাল প্রিন্টিং প্রেস, টংগী, গাজীপুর ও আন্তর্জাতিক ডাক হিসাবরক্ষণ অফিস, ঢাকা এর আওতাধীন রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়ােগের জন্য বাংলাদেশের প্রকৃত/স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://dgbpo.teletalk.com.bd) আবেদন পত্র আহবান করা হয়েছে।
 ১। জুনিয়র একাউটেন্ট
  • বেতন স্কেলঃ ১২৫০০-৩০২৩০ (গ্রেড-১১)
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • পদ সংখ্যাঃ ০৮
 ২। ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/ইন্সপেক্টর অব রেলেওয়ে মেইল সার্ভিস/ইন্সপেক্টর অব পিএলআই/ইন্সট্রাক্টর, পিটিসি,(ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস)/ইন্সট্রাক্টর, পিটিসি (ইন্সপেক্টর অব আরএমএস)
  • বেতন স্কেলঃ ১১৩০০-২৭৩০০ (গ্রেড-১২)
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • পদ সংখ্যাঃ ০১
 ৩। স্ট্রীপার কাম রিটাচার
  • বেতন স্কেলঃ ১১৩০০-২৭৩০০ (গ্রেড-১২)
  • শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান
  • পদ সংখ্যাঃ ০১
 ৪। সহকারী (ডাক অধিদপ্তর)
  • বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩)
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • পদ সংখ্যাঃ ০৪
 ৫। সাঁট লিপিকার কাম-কম্পিউটার অপারেটর (স্টেনোগ্রাফার)
  • বেতন স্কেলঃ ১১০০০-২৬৫০ (গ্রেড-১৩)
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • পদ সংখ্যাঃ ০৬
 ৬। উপজেলা পোস্টমাস্টার
  • বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩)
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • পদ সংখ্যাঃ ৯৬
 ৭। কম্পিউটার অপারেটর
  • বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩)
  • শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞানে স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • পদ সংখ্যাঃ ০১
 ৮। মনোটাইপ কীবোর্ড অপারেটর
  • বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩)
  • শিক্ষাগত যোগ্যতাঃ  স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • পদ সংখ্যাঃ ০১

৯। উচ্চমান সহকারী

  • বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪)
  • শিক্ষাগত যোগ্যতাঃ  স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • পদ সংখ্যাঃ ০৩

 ১০। সাঁট মুদ্রক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (স্টেনোপাইপিস্ট)

  • বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪)
  • শিক্ষাগত যোগ্যতাঃ  স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • পদ সংখ্যাঃ ০৮

 ১১। ক্যাশিয়ার

  • বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪)
  • শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য অনুষদের স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • পদ সংখ্যাঃ ০১

 ১২। মেশিনম্যান (অফসেট প্রিন্টিং/লেটার প্রিন্টিং)

  • বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪)
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান
  • পদ সংখ্যাঃ ০১
১৩। একাউন্টস এ্যাসিসটেন্ট

  • বেতন স্কেলঃ ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫)
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান
  • পদ সংখ্যাঃ ০৪

 ১৪। ড্রাফটসম্যান

  • বেতন স্কেলঃ ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫)
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত ইনস্টিটিউট/প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশীপ সাটিফিকেটধারী।
  • পদ সংখ্যাঃ ০১
১৫। ড্রাইভার (ভারি)

  • বেতন স্কেলঃ ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫)
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
  • পদ সংখ্যাঃ ০২

১৬। ড্রাইভার (হালকা)

  • বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০(গ্রেড-১৬)
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিটিফিকেট ও সমমান।
  • পদ সংখ্যাঃ ০২

১৭। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০(গ্রেড-১৬)
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
  • পদ সংখ্যাঃ ০৫

১৮। মেশিনিস্ট

  • বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০(গ্রেড-১৬)
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
  • পদ সংখ্যাঃ ০১

১৯। ডাটা এন্ট্রি অপারেটর

  • বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০(গ্রেড-১৬)
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
  • পদ সংখ্যাঃ ০৪

২০। পোস্টাল অপারেটর

  • বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০(গ্রেড-১৬)
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
  • পদ সংখ্যাঃ ০১

২১। গ্রেনিং মেশিনম্যান

  • বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০(গ্রেড-১৬)
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
  • পদ সংখ্যাঃ ০১

২২। সহকারী মেশিনম্যান

  • বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০(গ্রেড-১৬)
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
  • পদ সংখ্যাঃ ০১

২৩। বাইন্ডার হেলপার

  • বেতন স্কেলঃ ৮৫০০-২০৫৭০(গ্রেড-১৯)
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
  • পদ সংখ্যাঃ ০১

২৪। ইনকম্যান

  • বেতন স্কেলঃ ৮৫০০-২০৫৭০(গ্রেড-১৯)
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
  • পদ সংখ্যাঃ ০১

২৪। প্যাকার-০২

২৫। পোর্টার -০১

২৭। অফিস সহায়ক-১৬

২৮। নিরাপত্তা প্রহরী -০১

২৯। পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) – ০২

 ৩০। পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার)-০১

 

[Apply Now ####]

আবেদনের বয়সঃ

প্রার্থীকে ১১/০৮/২০২১ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পুত্র-কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর।

পরীক্ষার ফিঃ

২৩,২৪,২৫,২৬,২৭,২৮,২৯ ও ৩০ নং ক্রমিকের প্রার্থীদেরকে পরীক্ষার ফি এবং অনলাইন ফি বাবদ ৫৬/- (ছাপ্পান্ন) টাকা এবং অন্যান্য ক্রমিকের প্রার্থীদেরকে পরীক্ষার ফি এবং অনলাইন ফি বাবদ ১১২/- (একশত বার) টাকা প্রদান করতে হবে। পরীক্ষার ফি প্রদানের পর দাখিলকৃত আবেদন অর সংশোধন/এডিট করা যাবে না।

অনলাইনে আবেদনপত্র পূরনের নিয়মাবলীঃ 

পরীক্ষার অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি (http://dgbpo.teletalk.com.bd) এই ওয়েব সাইটে আবেদন পত্র পূরণ করতে হবে।

  • Online-এ আবেদন পত্র পূরণ ও আবেদন ফি জমাদান শূরুর তারিখ ও সময়: ১৩/০৭/২০২১ খ্রিঃ তারিখ সকলা ১০.০০ ঘটিকা।
  • Online-এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়ঃ ১১/০৮/২০২১ খ্রিঃ তারিখ বিকাল ০৫:০০ টা।

উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষা ফি জমা দিতে হবে। 

  • Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিণ ছবি (দৈঘ্য ৩০০ x ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈঘ্য ৩০০ ও প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি ও স্বাক্ষরের সাইজ ৬০ কেবি এর মধ্যে হতে হবে।

টাকা জমা দেওয়ার SMS  পদ্ধতিঃ

প্রথম SMS: DGBPO<Space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

Example: DGBPO ABCDEF

Reply Applicant’s Name, TK.112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To Pay fee Type DGBPO<Space>Yes<Space>PIN and send to 16222

দ্বিতীয় SMS: DGBPO<Space>Yes<Space>PIN লিখে ‍send করতে হবে ১৬২২২ নম্বরে।

Example: DGBPO Yes 12345678

Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for DGBPO. Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে

Write Your Comments
Back to top button