বাংলাদেশ ডাক বিভাগে ২৬৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশিত
পদের নামসহ বিস্তারিত দেখুন
- বেতন স্কেলঃ ১২৫০০-৩০২৩০ (গ্রেড-১১)
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
- পদ সংখ্যাঃ ০৮
- বেতন স্কেলঃ ১১৩০০-২৭৩০০ (গ্রেড-১২)
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
- পদ সংখ্যাঃ ০১
- বেতন স্কেলঃ ১১৩০০-২৭৩০০ (গ্রেড-১২)
- শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান
- পদ সংখ্যাঃ ০১
- বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩)
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
- পদ সংখ্যাঃ ০৪
- বেতন স্কেলঃ ১১০০০-২৬৫০ (গ্রেড-১৩)
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
- পদ সংখ্যাঃ ০৬
- বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩)
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
- পদ সংখ্যাঃ ৯৬
- বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩)
- শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞানে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- পদ সংখ্যাঃ ০১
- বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩)
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
- পদ সংখ্যাঃ ০১
৯। উচ্চমান সহকারী
- বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪)
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
- পদ সংখ্যাঃ ০৩
১০। সাঁট মুদ্রক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (স্টেনোপাইপিস্ট)
- বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪)
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
- পদ সংখ্যাঃ ০৮
১১। ক্যাশিয়ার
- বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪)
- শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য অনুষদের স্নাতক বা সমমানের ডিগ্রি।
- পদ সংখ্যাঃ ০১
১২। মেশিনম্যান (অফসেট প্রিন্টিং/লেটার প্রিন্টিং)
- বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪)
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান
- পদ সংখ্যাঃ ০১
- বেতন স্কেলঃ ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫)
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান
- পদ সংখ্যাঃ ০৪
১৪। ড্রাফটসম্যান
- বেতন স্কেলঃ ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫)
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত ইনস্টিটিউট/প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশীপ সাটিফিকেটধারী।
- পদ সংখ্যাঃ ০১
- বেতন স্কেলঃ ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫)
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
- পদ সংখ্যাঃ ০২
১৬। ড্রাইভার (হালকা)
- বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০(গ্রেড-১৬)
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিটিফিকেট ও সমমান।
- পদ সংখ্যাঃ ০২
১৭। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০(গ্রেড-১৬)
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
- পদ সংখ্যাঃ ০৫
১৮। মেশিনিস্ট
- বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০(গ্রেড-১৬)
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
- পদ সংখ্যাঃ ০১
১৯। ডাটা এন্ট্রি অপারেটর
- বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০(গ্রেড-১৬)
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
- পদ সংখ্যাঃ ০৪
২০। পোস্টাল অপারেটর
- বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০(গ্রেড-১৬)
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
- পদ সংখ্যাঃ ০১
২১। গ্রেনিং মেশিনম্যান
- বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০(গ্রেড-১৬)
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
- পদ সংখ্যাঃ ০১
২২। সহকারী মেশিনম্যান
- বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০(গ্রেড-১৬)
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
- পদ সংখ্যাঃ ০১
২৩। বাইন্ডার হেলপার
- বেতন স্কেলঃ ৮৫০০-২০৫৭০(গ্রেড-১৯)
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
- পদ সংখ্যাঃ ০১
২৪। ইনকম্যান
- বেতন স্কেলঃ ৮৫০০-২০৫৭০(গ্রেড-১৯)
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সাটিফিকেট বা সমমান।
- পদ সংখ্যাঃ ০১
২৪। প্যাকার-০২
২৫। পোর্টার -০১
২৭। অফিস সহায়ক-১৬
২৮। নিরাপত্তা প্রহরী -০১
২৯। পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) – ০২
৩০। পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার)-০১
আবেদনের বয়সঃ
প্রার্থীকে ১১/০৮/২০২১ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পুত্র-কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর।
পরীক্ষার ফিঃ
২৩,২৪,২৫,২৬,২৭,২৮,২৯ ও ৩০ নং ক্রমিকের প্রার্থীদেরকে পরীক্ষার ফি এবং অনলাইন ফি বাবদ ৫৬/- (ছাপ্পান্ন) টাকা এবং অন্যান্য ক্রমিকের প্রার্থীদেরকে পরীক্ষার ফি এবং অনলাইন ফি বাবদ ১১২/- (একশত বার) টাকা প্রদান করতে হবে। পরীক্ষার ফি প্রদানের পর দাখিলকৃত আবেদন অর সংশোধন/এডিট করা যাবে না।
অনলাইনে আবেদনপত্র পূরনের নিয়মাবলীঃ
পরীক্ষার অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি (http://dgbpo.teletalk.com.bd) এই ওয়েব সাইটে আবেদন পত্র পূরণ করতে হবে।
- Online-এ আবেদন পত্র পূরণ ও আবেদন ফি জমাদান শূরুর তারিখ ও সময়: ১৩/০৭/২০২১ খ্রিঃ তারিখ সকলা ১০.০০ ঘটিকা।
- Online-এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়ঃ ১১/০৮/২০২১ খ্রিঃ তারিখ বিকাল ০৫:০০ টা।
উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষা ফি জমা দিতে হবে।
- Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিণ ছবি (দৈঘ্য ৩০০ x ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈঘ্য ৩০০ ও প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি ও স্বাক্ষরের সাইজ ৬০ কেবি এর মধ্যে হতে হবে।
টাকা জমা দেওয়ার SMS পদ্ধতিঃ
প্রথম SMS: DGBPO<Space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: DGBPO ABCDEF
Reply Applicant’s Name, TK.112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To Pay fee Type DGBPO<Space>Yes<Space>PIN and send to 16222
দ্বিতীয় SMS: DGBPO<Space>Yes<Space>PIN লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: DGBPO Yes 12345678
Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for DGBPO. Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).