ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সাত কলেজে ভর্তি আবেদন শুরু

du-7-college-admission-circular

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি  সাতটি কলেজের স্নাতক শ্রেণির ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া শনিবার (১০ জুলাই) বিকেল ৪টায় শুরু হয়, চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

ভর্তি পরীক্ষার সময়

  • বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা – ১ অক্টোবর
  • কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা – ২ অক্টোবর ২০২১।
  • বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা – ৮ অক্টোবর।

উল্লেখ্য উক্ত পরীক্ষার সময় সূচী ঠিক থাকবে যদি দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে।

আবেদনের ন্যূনতম যোগ্যতা

২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সালের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।

বিজ্ঞান ইউনিটের জন্য

মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত দুই জিপিএ যোগ করে ন্যূনতম ৭ দশমিক ০ হতে হবে।

বাণিজ্য ইউনিটের জন্য

মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত দুই জিপিএ যোগ করে ন্যূনতম ৬ দশমিক ৫ হতে হবে।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য

মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত দুই জিপিএ যোগ করে ন্যূনতম ৬ দশমিক ০ হতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বর ও পাশ নম্বর

২০২০-২০২১ শিক্ষাবর্ষে মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাশ নম্বর হবে ৪০% অর্থা ৪৮ নম্বর।

ভর্তি পরীক্ষার ফি

২০২০-২০২১ শিক্ষাবর্ষে  ভর্তি পরীক্ষার আবেদন ফি ধরা হয়েছে ৪৫০ টাকা।
Write Your Comments
Back to top button