৩৯ তম বিসিএস(বিশেষ) চুড়ান্ত ফলাফল প্রকাশিত | BDRESULT360 – bpsc.gov.bd
৩৯ তম বিসিএস (বিশেষ) এর চুড়ান্ত ফলাফল
৩৯ তম বিসিএস (বিশেষ) এর চুড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC)। আজ মঙ্গল বার বেলা ২.৩০ মিনিটে এ ফলাফল প্রকাশ করে BPSC।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিশেষ এই বিসিএসের মাধ্যমে শুধু মাত্র চিকিৎসকদের নিয়োগ দেয়া হচ্ছে। প্রসঙ্গত এর আগে লিখিত পরীক্ষা ০৩ আগস্ট ২০১৮ তারিখে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সহকারী সার্জন পদে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ছিল ৩২৫৬৮ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ছিল ৫১৪৫ জন। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর পর গত ৭ মার্চ ভাইবা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১০ অক্টোবর ২০১৮ তারিখে শুরু হয়।
যে ভাবে মোবাইলে ফলাফল পাওয়া যাবে
টেলিটক বাংলাদেশ লিমিটেড(teletalk.com.bd) এর মাধ্যমে যে কোন মোবাইল এর মাধ্যমে ৩৯তম বিসিএস (বিশেষ) ফলাফল জানা যাবে।
Format: PSC<Space>39<Space>Registration Number লিখে 16222 তে পাঠাতে হবে।
Example : PSC 39 123456 send to 16222।
৩৯ তম বিসিএস এর চুড়ান্ত ফলাফল
✅ সহকারী সার্জন পদে ৪৫৪২ জন।
✅ সহকারী সার্জন ডেন্টাল ২৫০ জন।