Preparation

আন্তর্জাতিক সীমারেখা এবং প্রণালী সমুহ | International Boundaries and Procedures

আন্তর্জাতিক সীমারেখা এবং প্রণালী সমুহ বিভিন্ন চাকরীর পরীক্ষাতে এই তালিকা থেকে প্রশ্ন আসে, যেমন- ডুরান্ড লাইন কোন কোন দেশকে পৃথক করেছে? ভারত ও চিনের সীমারেখার নাম কী? বা ম্যাকমোহন লাইন কী?- এই সমস্ত যাবতীয় প্রশ্নের সঠিক উত্তর জানা প্রয়োজন হয়। বিভিন্ন দেশের International Boundaries and Procedures তালিকা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তাই আজকের পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক সীমারেখা সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো আশাকরি আপনাদের উপকারে আসবে।

আন্তর্জাতিক সীমারেখা এবং প্রণালী সমুহ

আন্তর্জাতিক সীমারেখার তালিকার pdf আকারে পেতে অনেকেই গুগলে সার্চ করে থাকে। তাই আজ আন্তর্জাতিক সীমারেখার তালিকা pdf download শেয়ার করবো। Important Boundaries Lines In The World এই বিষয় থেকে প্রতি সরকারী পরীক্ষায় সাধারনত একটি প্রশ্ন এসেই থাকে। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নকে বিশ্লেষণ করে তথ্য টি সাজানো হয়েছে।

সীমানার নামঅবস্থান
র‍্যাডক্লিফ লাইন ( Radcliffe Line )ভারত ও পাকিস্তানের মধ্যে চিহ্নিত সীমা রেখার নাম
ম্যাকমােহন লাইন ( McMohan Line )ভারত ও চীনের তিব্বতের মধ্যে সীমানা নিরুপণ কারী রেখা
লাইন অব কন্ট্রেল ( LOC )ভারত ও পাকিস্তানের কাশ্মীরের মধ্যে চিহ্নিত সীমা রেখার নাম ।
লাইন অব একচুয়াল কন্ট্রেল ( LAC )ভারতের লাদাখ ও চীনের মধ্যে সীমানা নিরুপণ কারী রেখা
ডুরান্ড লাইন ( Durand Line )ভারত ও আফগানিস্তানের মধ্যে নিরুপিত সীমা রেখা ।
রডােলিফ লাইন ( Radoliff Line )ভারত ও নেপালের মধ্যে চিহ্নিত সীমা রেখার নাম
পক প্রণালী ( Palk Strait )ভারত ও শ্রীলংকা কে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে
পূর্বাচল ( Purbachal )ভারত ও বাংলাদেশের মধ্যে চিহ্নিত সীমা রেখার নাম
তিন বিঘা কড়িডরভারত ও বাংলাদেশ মধ্যে অবস্থিত
স্যার ক্রিক লাইন ( Sir Creek Line )ভারত ( গুজরাট ) ও পাকিস্তান ( সিন্ধ প্রদেশ ) এর মধ্যে অবস্থিত
২৪ তম সমান্তরাল লাইন
( 24th Parallel )
পাকিস্তানের মতে ভারত ও পাকিস্তানের সীমানা
( ভারত এই সীমানার স্বীকৃতি দেয়নি )
৪৯° অক্ষরেখা ( 49th Parallel )কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চিহ্নিত সীমারেখা
১৭ তম সমান্তরাল লাইন ( 17th Parallel )উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে চিহ্নিত সীমারেখা
৩৮ তম সমান্তরাল লাইন ( 38th Parallel )উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চিহ্নিত সীমারেখা
২২ তম সমান্তরাল লাইন ( 22th Parallel )মিশর ও সুদান এর মধ্যে অবস্থিত
৩১ তম সমান্তরাল লাইন ( 31th Parallel )ইরান ও ইরাক
৫২ তম সমান্তরাল লাইন ( 52th Parallel )আর্জেন্টিনা ও চিলি
৮ তম সমান্তরাল লাইন ( 4th Parallel )সােমালিয়া ও ইথিওপিয়া
হিন্ডার্স বার্গ লাইন ( Hindenburg Line )জার্মানী ও পােল্যান্ডের দ্বীখন্ডিকরণ রেখা
সিগফ্রিড লাইন ( Siegfried Line )জার্মানি ও ফ্রান্স এর মধ্যে অবস্থিত সীমানা
ম্যাগিনট লাইন ( Maginot Line )ফ্রান্স ও জার্মানি
মেডিসিন লাইন ( Medicine Line )কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চিহ্নিত সীমারেখা
কার্জন লাইন ( Curzon Line )পােল্যান্ড ও রাশিয়া
গ্রিন লাইন ( Green Line )ইজরাইল ও তার পার্শ্ববর্তী দেশ
ফচ লাইন ( Foch Line )পােল্যান্ড ও লিথুনিয়া
ম্যানারহেইম লাইন ( Mannerheim Line )ফিনল্যান্ড ও রাশিয়া
বু লাইন ( Blue Line )লেবানন ও রাশিয়া
নর্দান লিমিট লাইন ( Northern Limit Line )উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
আলপাইন লাইন ( Alpine Line )ইতালি ও ফ্রান্স এর মধ্যে অবস্থিত সীমানা
পার্পল লাইন ( Purple Line )ইজরাইল ও সিরিয়া
ওডেরনীচ লাইন ( Oder-Neisse Line )পূর্ব জার্মানি ও পােল্যান্ডের মধ্যে সীমানা
ম্যাকনামারা লাইন ( Mcnamara Line )উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
সনােরা লাইন ( Sonora Line )মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র
ম্যাসােন ডিক্সন লাইন ( Mason- dixon Line )মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধকরণের লাইন
ওয়ালেস লাইন ( Wales Line )এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে অবস্থিত কাল্পনিক রেখা

বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF Download | Important Boundaries Lines

আন্তর্জাতিক সীমারেখা মনে রাখা খুবই কষ্ট সাধ্য ব্যাপার। তাই আজ কিভাবে আন্তর্জাতিক সীমারেখা গুলো কিভাবে সহজে মনে রাখা যায় তা সুন্দর ভাবে দেওয়া হয়েছে। আশা করি এই রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলির মাধ্যমে চাকরির প্রস্তুতি খুব মজবুত করে তুলবেন। আর এই তালিকাটির ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে। যাতে এটিকে অফলাইন এ পড়তে পারেন।

বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা মনে রাখার কৌশল

ডুরান আপাডুরান্ড লাইন। আফগানিস্তান ও পাকিস্তানের সীমারেখা
কার্জন হল পোরাতন হয়ে গেছেকার্জন লাইন, পোল্যান্ড ও রাশিয়ার সীমারেখা
ভাপা পিঠা কন্ট্রোল করে খাওলাইন অব কন্ট্রোল, ভারত ও পাকিস্তানের সীমারেখা
ম্যাজিনো আমাকে একটি জামা ফ্রি দিয়েছেম্যাজিনো লাইন, জার্মান ও ফ্রান্সের সীমারেখা
সরকার ফস করে পোলি ব্যাগ উঠায়ে দিলফস লাইন, পোল্যান্ড ও লিথুনিয়ার সীমারেখা
ওডার ও হিন্ডার কে পোজা করো নাওডারনিস লাইন, হিন্ডারবার্গ লাইন, পোল্যান্ড ও জার্মানীর সীমারেখা
সনো যুগে গেছেসনোরা লাইন, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমারেখা
সে আমাকে একটি সিগফ্রিডের জামা ফ্রি দিয়েছেসিগফ্রিড লাইন, জার্মান ও ফ্রান্সের সীমারেখা
রাফি ম্যানার হেইমম্যানারহেইম লাইন, রাশিয়া ও ফিনল্যান্ডের সীমারেখা
বাই র‍্যাডক্লিফর‍্যাডক্লিফ লাইন, বাংলাদেশ ও ইন্ডিয়ার সীমারেখা
ম্যাকমোহনের সাথে দেখা করতে চাইম্যাকমোহন লাইন, চায়না ও ইন্ডিয়ার সীমারেখা
আই পারপল হয়ে যাইপারপল লাইন, অারব ও ইসরাইলের সীমারেখা
একুচুয়ালী লাইন কন্ট্রোল করতে চাইলাইন অব একচুয়াল কন্ট্রোল, চায়না ও ইন্ডিয়ার সীমারেখা
ব্লু লেইব্লু লাইন, লেবানন ও ইসরাইলের সীমারেখা
ইসি কে নির্বাচনে গ্রীন ভূমিকা রাখতে হবেগ্রীন লাইন, ইসরাইল ও সিরিয়ার সীমারেখা
Write Your Comments
Back to top button