Job Circular

চাকুরীর প্রস্তুতির জন্য গণিতের গুরুত্বপূর্ণ টিপস এন্ড টিকস

 ১। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? 

উঃ ৩৬০°(চার সমকোণ) 

২। একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে, চতুর্থ কোণটির মান কত? 

উঃ ৮০°(৩৬০-২৮০)°=৮০° 

৩।যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাকে বলে- 

উঃ সামান্তরিক 

৪। সামান্তরিকের বিপরীত কোণের অন্তদ্বিখন্ডকদ্বয় – 

উঃ পরস্পর সমান্তরাল 

৫।যে সামান্তরিকের সকল বাহু সমান কিন্তু কোণগুলো সমান নয় ,তাকে বলে- 

উঃ রম্বস 

৬। রম্বসের কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করেছে। কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ- 

উঃ সমকোণ। 

৭।একটি বৃত্তের যেকোন দুইটি বিন্দুর সংযোজক রেখাকে বলে- 

উঃ জ্যা 

৮। বৃত্তের কেন্দ্রে ছেদকারী জ্যাকে কি বলে? 

উঃ ব্যাস 

৯। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যেকোন বিন্দুর সংযোজক সরল রেখাকে কি বলে- 

উঃ ব্যাসার্ধ 

১০।একই সরলরেখায় অবস্থিত নয় এমন নূন্যতম কয়টি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যাবে 

উঃ ৩টি। 

১১। দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে? 

উঃ অসংখ্য 

১২। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত? 

উঃ ২২/৭ 

১৩। বৃত্তের একই চাপের ওপর দন্ডায়মান কেন্দ্রস্থল কোণ পরিধিস্হ কোণের কত গুণ? 

উঃ দ্বিগুণ 

১৪। বৃহস্থ সামান্তরিক একটি? 

উঃ আয়তক্ষেত্র। 

১৫। একটি পঞ্চভুজের সমষ্টি? 

উঃ ৬ সমকোন।(২n-৪)=২×৫-৪=১০-৪=৬ 

১৬। একটি সুষম ষড়ভুজের অন্ত: কোনগুলির সমষ্টি কত? 

উঃ ৭২০° {(২n-৪)×৯০°}={(১২-৪)×৯০}°=৭২০ 

১৭। সুষম পঞ্চভুজের বহিঃস্হ কোণের পরিমাপ হবে? 

উঃ ৭২° (৩৬০÷ বাহুর সংখ্যা)° ৩৬০÷৫=৭২° 

১৮। একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ – 

উঃ ১২০° ৩৬০÷৬=৬০° প্রতিটি অন্তস্হ কোণের পরিমাণ ১৮০-৬০°=১২০° 

১৯।একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্হ কোণের পরিমাণ ১৬২° হলে বহুভূজটির বাহুর সংখ্যা কত? 

উঃ 

২০। কোণের পরিমাণ১৮০-১৬২=১৮° বাহুর সংখ্যা ৩৬০÷১৮=২০

Write Your Comments
Back to top button