NU Notice

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 2019 সালের অনার্স শেষ বষের ফলাফল প্রকাশিত। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার বাংলা,ইংরেজি, আরবী, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণরসায়ন, ভূগোল ও পরিবেশবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনৈতিক, পরিসংখ্যান, গণিত, গ্রন্হাগার ও তথ্যবিজ্ঞান, নৃবিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ের ফলাফল প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন –
মোট ২৭৬ টি কলেজের ২,১৪,৮৪৪জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে।

উল্লেখ্য অনার্সের চার বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) আগামী সপ্তাহে প্রকাশিত হবে।

অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা ৪ বছরের সিজিপিএ নির্ণয় করবেন যেভাবে

৪ বছরের CGPA নির্ণয়: চার বছরের মোট অর্জিত পয়েন্ট (প্রথম বর্ষ + ২য় বর্ষ + ৩য় বর্ষ + চতুর্থ বর্ষ) ÷ পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট সংখ্যা।

কোন গ্রেডে কত পয়েন্ট, 
A+ = ৪.০০, A = ৩.৭৫, A- = ৩.৫০, B+ = ৩.২৫, B = ৩.০০, B- = ২.৭৫, C+ = ২.৫০, C = ২.২৫, D = ২.০০, 
 
ক্রেডিট সাধারণত ১০০ নম্বরের বিষয়ের ক্ষেত্রে ৪ এবং ৫০ নম্বরের বিষয়ের ক্ষেত্রে ২ হয়। 
এক বছরে মোট অর্জিত পয়েন্ট বের করার নিয়ম: কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন। এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দিয়ে গুন দিয়ে সব গুনফলকে যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট”।
চার বছরের মোট অর্জিত পয়েন্ট বের করার নিয়ম: জিপিএ নির্নয়ের প্রথম ধাপের ন্যায় সকল বর্ষের “মোট অর্জিত পয়েন্টস” গুলো পর পর যোগ করলে পাবেন চার বছরের মোট অর্জিত পয়েন্ট।
পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট: পুরো কোর্সের সকল পাশকৃত বিষয়ের ক্রেডিটের যোগ ফল হলো পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট।
Ex : চার বছরের মোট অর্জিত পয়েন্টস : 83+85+81+79=328
পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট :
24+24+26+28=102
অতএব, মোট CGPA : 328÷102=3.21 
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপ্তির পিডিএফ ফাইলঃ https://www.nu.ac.bd/uploads/2018/NU%20Press%20%20Release.Hons-4_pub_date_20072021.pdf
এতে গড় পাসের হার ৭২ শতাংশ। এ পরীক্ষার ফল পেতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা www.nubd.info-তে পাওয়া যাবে।


এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল আজ (২০ জুলাই) রাত ৯টায় প্রকাশিত হয়। মোট ৬৭৬টি কলেজের ২ লাখ ১৪ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

ফলাফল জানতে এখানে ক্লিক করুন 

মোবাইলে ফলাফল পেতে

আপনার যেকোনো মোবাইলের মাধ্যমে nu < space > H4 < space > Reg No (শেষের ০৭ ডিজিট) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে ফলাফল জানা যাবে।

Write Your Comments
Back to top button