NU Notice

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত

২০২০সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষারফরমপূরণের বিজ্ঞপ্তিঃ

সংশ্লিষ্টসকলকে জানানো যাচ্ছে যে, ২০১৯২০২০শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৮২০১৯, ২০১৭২০১৮ ২০১৬২০১৭ শিক্ষাবর্ষের অনিয়মিত গ্রেড উন্নয়ন এবং ২০১৩২০১৪(৩য় বর্ষ প্রমোটেট), ২০১৪২০১৫ (২য় বর্ষ ), ২০১৫২০১৬ (১ম বর্ষ ) শিক্ষাবর্ষেরশুধুমাত্র প্রমোটেট শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্তকোর্সে ২০২০ সালের অনার্স১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকরতে পারবে। অনার্স ১ম বর্ষ শিক্ষার্থীদেরপরীক্ষার ফরমপূরণ সংক্রান্ত আবেদন সংশ্লিষ্ট কোর্সেরইনকোর্স নম্বর প্রদানসহ (নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদেরযাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি) যাবতীয়কার্যক্রম অনলাইন ১৩/০২/২০২১ তারিখথেকে শুরু হবে। নিমোক্তসময়সূচি অনুযায়ী আবেদন বিবরণী অপরমপূরণসাপেক্ষে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদেরআবেদন ফরম নিশ্চয়ন করবেন।জমাাদনের তারিখ, আনুষঙ্গিক নিয়ম শর্তাবলীনিম্নে প্রদত্ত হলো। পরীক্ষার বিস্তারিতসময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।

ক্রঃ নং

পরীক্ষার্থীদের ফি এর বিবরণ

টাকা

আবেদন ফরমপূরণের শুরু শেষ তারিখ

ডাটা এন্ট্রি নিশ্চায়নের শেষ তারিখ

সোনালী সেবার মাধ্যমে টাকা জমার শেষ তারিখ

বিবরণী ফরম অন্যান্য কাগজপত্র জমাদানের শেষ তারিখ

০১।

তত্ত্বীয় (প্রতি পূর্ণ পত্র) বিশ্ববিদ্যালয়ে জমা হবে

২৫০/-

১৩/০২/২০২১ শনিবার থেকে ০২/০৩/২০২১ মঙ্গলবার

০৩/০৩/২০২১ বুধবার রাত ১১.৫৯ মিঃ পর্যন্ত

০৪/০৩/২০২১ বৃহস্পতিবার বিকাল .০০ টা পর্যন্ত

০৭/০৩/২০২১ রবিবার

০২।

তত্ত্বীয় (প্রতি অর্থ পত্র) বিশ্ববিদ্যালয়ে জমা হবে

২০০/-

 

 

 

 

০৩।

ব্যবহারিক (প্রতি পত্র/কোর্স) বিশ্ববিদ্যালয়ে জমা হবে

২৫০/- 

 

 

 

 

০৪।

ইনকোর্স পরীক্ষার ফি (প্রতি পরীক্ষার্থী)

১. বিশ্ববিদ্যালয়ের ক্ষাতে জমা হবে ১০০/- টাকা

২. কলেজ ক্ষাতে জমা হবে ২০০/- টাকা

৩০০/-

 

 

 

 

০৫।

কেন্দ্র ফি তত্ত্বীয় (প্রতি পরীক্ষার্থী) কলেজে জমা হবে

১. কলেজের অংশ ১৫০/-

২. কেন্দ্রের অংশ ৩০০/- টাকা

৪৫০/-

 

 

 

 

০৬।

কেন্দ্র ফি ব্যবহারিক (প্রতি পরীক্ষার্থী) কলেজে জমা হবে

১২০/-

 

 

 

 

০৭।

বিশেষ অন্তভর্ক্তি ফি (অনিয়মিত/মানন্নয়ন/গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদেও জন্য পত্র প্রতি ফি এর অতিরিক্ত) প্রতি পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে জমা হবে।

৩০০/-

 

 

 

 

বিঃদ্রঃ ফরমপূরণের নির্ধারিত সময়ের পর বিলম্ব ফিদিয়ে ফরমপূরণের কোন প্রকার সুযোগনাই।

০১. আবেদন ফরম সংগ্রহঃ

অনার্স১ম বর্ষ পরীক্ষার আবেদনফরম পরীক্ষার্থী নিজে অথবা কলেজকর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (িি.িহঁনফ.রহভড়/যড়হড়ঁৎং) থেকেরেজিস্ট্রেশন নম্বও দিয়ে সঠিক ভাবেপূরণ কওে উড়হিষড়ধফএরমাধ্যমে প্রিন্ট কপি নির্ধারিত ফিসহস্ব স্ব বিভাগে জমাদিবে।

০২. পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী

নিয়মিতপরীক্ষার্থীদের জন্য

জাতীয়বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৯২০২০শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সেও সকল ছাত্রছাত্রী( যারা রেগুলেশন অনুযায়ী কোর্স সম্পন্ন করেছে) ২০২০ সালের অনার্স১ম বর্ষেও নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০১৩২০১৪ শিক্ষাবর্ষেওসিলেবাস সংশোধিত রেগুলেশনঅনুযায়ী পরীক্ষার অংশগ্রহণ করবে।

অনিয়মিতপরীক্ষার্থীদের জন্য

২০১৬২০১৭, ২০১৭২০১৮ ২০১৮২০১৯ শিক্ষবর্ষেও যেসকল শিক্ষার্থী অনার্স ১ম বর্ষ পরীক্ষায়অংশ গ্রহণ করে ঘড়ঃ চৎড়সড়ঃবফহয়েছে অথবা পরীক্ষায় অংশগ্রহণকরেনি সকল শিক্ষার্থীহিসেবে ২০২০ সালের অনার্স১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণেরসুযোগ পাবে। ঘড়ঃ চৎড়সড়ঃবফ শিক্ষার্থীকেপূর্ববতী বছরের পাসকৃত কোর্সেও পরীক্ষা দিতে হবে না।তবে যার ২০১৯ সালেরঅনার্স ১ম বর্ষে প্রথমবারের মত পরীক্ষায় অংশগ্রহণকরেবাগ্রেড পেয়েছে শুধুমাত্র তারাই ২০২০ সালের পরীক্ষায়উচ্চতর গ্রেডে উন্নীত করার জন্য পরীক্ষাদেয়ার সুযোগ পাবে এবংগ্রেড প্রাপ্ত সকল কোর্সে পরীক্ষাদিতে হবে।

গ্রেডউন্নয়ন পরীক্ষার্থীদের জন্য

২০১৯সালের অনার্স ১ম বর্ষে যেসকল শিক্ষার্থী নিয়মিত অনিয়মিত পরীক্ষার্থীহিসেবে প্রথম বারের মত পরীক্ষায় অংশগ্রহণকরে ২য় বর্ষে প্রমোশনপেয়েছে, সকল শিক্ষার্থীরাশুধুমাত্র এবং গ্রেড প্রাপ্ত কোর্স/কোর্স সমূহে গ্রেড উন্নয়ন পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে।

যে সকল শিক্ষার্থী ২০১৩২০১৪, ২০১৪২০১৫, ২০১৫২০১৬, ২০১৬২০১৭, ২০১৭২০১৮ ২০১৮২০১৯ শিক্ষাবর্ষে অনার্স১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকরে ২য় বর্ষে প্রমোশনপেয়েছে কিন্তু এক বা একাধিককোর্সে গ্রেড রয়েছেতারা ২০২০ সালের পরীক্ষায় গ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্সসমুহে অংশগ্রহণকরতে পারবে।

সকল গ্রেড প্রাপ্ত কোর্সে পরীক্ষা দিয়ে  রেজিস্ট্রেশনেরমেয়াদ) অবশ্যই ন্যূনতম গ্রেড উন্নীত করতে হবে। গ্রেডকে উচ্চতর গ্রেডে উন্নীত করলে পরবর্তীতে গ্রেডউন্নয়নের কোন সুযোগ থাকবেনা এবং ফলাফল যাইহোক না কেন + গ্রেড এর বেশি প্রাপ্যহবে না।

২০১৯সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায়অংশগ্রহণ করে চৎড়সড়ঃবফপ্রাপ্ত পরীক্ষার্থীদের অনুপস্থিত পত্রে ২০২০ সালের পরীক্ষায়অবশ্যই অংশগ্রহণ করতে হবে।

ব্যবহারিকপরীক্ষায় গ্রেড উন্নয়নের কোন সুযোগ নাই।

০৩. পাঠ্যসূচি

সকলবিষয়ের পরীক্ষা ০৪(চার) বছরমেয়াদী অনার্স কোর্সেও পাঠ্যসূচি সংশোধিত রেগুলেশন২০১৩২০১৪ সালের শিক্ষাবর্ষথেকে কার্যকর সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।

০৪. পরীক্ষার্থীদের জন্য করণীয়

জাতীয়বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (িি.িহঁনফ.রহভড়/যড়হড়ঁৎং) থেকেপরীক্ষার্থীগণ আবেদন ফরম সংগ্রহ করারপর নির্ধারিত ফিসহ সংশ্লিষ্ট বিভাগীয়প্রধানের নিকট জমা দিবেএবং কলেজ কর্তৃক নির্ধারিতসময়ের মধ্যে বিবরণী ফরমে বিষয়কোস সঠিকএন্ট্রি করা হয়েছে কিনা তা দেখে নিশ্চিতহয়ে স্বাক্ষর করতে হবে।

জাতীয়বিশ্ববিদ্যায়ের ওয়েব সাইট (িি.িহঁনফ.রহভড়/যড়হড়ঁৎং) থেকেআবেদন ফরম উড়হিষড়ধফ সময়ফরমের নিদির্ষ্ট স্থানে সিলেবাস উল্লিখিত বিষয়কোড (ব্যবহারিকসহ) পূরন করতে হবে।বিষয়কোড ভুল পূরণের জন্যবিশ্ববিদ্যালয় দায়ী থাকবে না।

আবেদনফরমে কোন প্রকার ভুলহলে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমেফরম ঈধহপবষ কওে পুনরায় আবেদনফরম উড়হিষড়ধফ করতে হবে।

পরীক্ষার্থীরেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত অনার্স বিষয় ছাড়া অন্যকোন বিষয়ে আবেদন ফরমপূরণ করলে তার আবেদনপত্রবাতিল বলে গণ্য হবে।এক্ষেত্রে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে কোন প্রকার ভুলথাকলে তা প্রবেশপত্র ইস্যুওআগেই সংশোধন করে নিতে হবে।

আবেদনফরমের সাথে রেজিস্ট্রেশন কার্ডেরফটোকপি নির্ধারিত তারিখের মধ্যে স্ব স্ব কলেজেরনির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

০৫. কলেজের জন্য করণীয়

যে সকল পরীক্ষার্থী ২০২০সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায়অংশগ্রহণ করতে পারবে তাদেরডাটা (সম্ভাব্য তালিকা) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (িি.িহঁনফ.রহভড়/যড়হড়ঁৎং) –রক্ষিত আছে। ফরম পূরণকৃতপরীক্ষার্থীদেও ডাটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সরাসরি ঙহষরহবএন্ট্রি করতে হবে। সম্ভাব্যপরীক্ষার্থীদেও তালিকায় নাম নাই এমনকোন শিক্ষার্থীর ফরম পূরণ করাযাবে না। ফরম পূরণেরযোগ্যতা আছে কিন্তু সম্ভাব্যপরীক্ষার্থীদের তালিকায় নাম নাই এমনকোন শিক্ষার্থী থাকলে কাগজপত্রসহ সংশ্লিষ্ট শাখা/তথ্য প্রযুক্তি(আইসিটি) দপ্তরে যোগাযোগ করে সম্ভাব্য পরীক্ষার্থীদেরতালিকায় নাম অন্তভর্ক্তকরে ফরম পূরণের ব্যবস্থানিতে হবে।

আবেদনঅনুযায়ী সকল পরীক্ষার্থীদের ডাটাঙহষরহব সঠিকভাবে এন্ট্রিদিয়ে নিদিষ্ট তারিখের মধ্যে অবশ্যই নিশ্চয়ন করতে হবে।

নিশ্চয়নকসম্পন্ন হলে ঙহষরহব পরীক্ষার্থীদেও বিবরণী প্রিন্ট দিতে হবে। প্রিন্টকপিতে প্রথমে বিভাগীয় প্রধান অতঃপর অধ্যক্ষ স্বাক্ষর করবেন।

প্রত্যেকপরীক্ষার্থীর প্রবেশপত্র সংগ্রহওে পর পাসপোর্ট সাইজেরছবির নির্ধারিত স্থানে কর্তৃক সত্যায়নের পর প্রবেপত্র বিতরণকরতে হবে।

১ম বর্ষ অনার্স বিষয়কপরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটযথাসময়ে চালু হবে এবংবিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে তাবন্ধ হয়ে যাবে। সুতরাংনির্ধারিত তারিখ সময়ের মধ্যেডাটা এন্ট্রি সম্পন্ন করতে হবে।

নিশ্চয়নেরক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করাহলো। ফরমপূরণ করা কোন পরীক্ষার্থীরনিশ্চয়ন যেন বাদ নাযায় বা এক জনেরপরিবর্তে অন্য জনকে নিশ্চয়ননা করা হয় তানিশ্চিত করতে হবে। নিশ্চয়নেরপর ফরমপূরণ সংক্রান্ত কোন অভিযোগ গ্রহণকরা হবে না।

০৬।ফি জমাদানের পদ্ধতি

২০২০সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষারসকল পরীক্ষার্থীর ফি ডিজাইনকৃত নির্ধারিতজমা ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট(িি.িহঁনফ.রহভড়/যড়হড়ঁৎং) –থেকেডাউনলোড করেসোনালী সেবাএর মাধ্যমে যে কোন সোনালীব্যাংকের শাখায় জমা দিতে হবে।

সংশ্লিষ্টকলেজ ()- ওয়েব সাইটি অথবাকলেজের মেইল এড্রেস() করে () ডাউনলোড করবে। () সংশ্লিষ্ট খাতেরসঞ্চয়ী হিসাব নম্বর উল্লেখ পূর্বক মোট টাকা অংকলেখা থাকবে এবং এর () নিয়েনিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায়জমা দিয়ে শেষ তারিখেরমধ্যে জমা রশিদ সংগ্রহকরতে হবে। পরবর্তীতে সংক্রান্ত কোন প্রকার আপত্তিগ্রহনযোগ্য হবে না।

() সংগ্রহেরজন্য ০৪/০৩/২০২১তারিখ বৃহস্পতিবার বিকাল ০৪.০০ টাপর্যন্ত সেবার () থাকবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে () উউনলোডকরা এবং টাকা জমাদেয়া যাবে না। সোনালীসেবা ব্যতিত ব্যাংক প্রচলিত অন্যকোন ফরমে টাকা জমাপ্রদান করা হলে পরবর্তীতেউদ্ভুত জটিলতার জন্য কর্তৃপক্ষ দায়ীথাকবে না।

০৭।বিবরণী ফরম জমা

আবেদনফরমপূরণকৃত পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক বিবরণীতে সংশ্লিষ্ট পরীক্ষার্থী বিভাগীয় প্রধান অধ্যক্ষের স্বাক্ষরেরপর মূল কপি বেধেজাতীয় বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব আঞ্চলিককেন্দ্রে নির্ধারিত তারিখে জমা দিতে হবেএবং এর ফটোকপি কলেজেসংরক্ষণ করবে।

জাতীয়বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের ঠিকানাঃ

রাজশাহী

বাড়ী নং৩৫৪, বালিয়া পুকুর, বড় বটতলা, ঘোড়ামারা, রাজশাহী৬১০০

ফোন # ০৭২১৭৬২১৪১

চট্রগ্রাম

বাড়ী # ৬৬/জি, রোড নং০১, (জামে মসজিদ সংলগ্ন) দক্ষিণ খুলশী, চট্রগ্রাম

ফোন # ০৩১২৮৫৫৮২৮

সিলেট

আহাদ ভিলা, পাঠানটুলি পয়েন্ট সিলেট৩১০০

ফোন # ০৮২১৭২৯১০২

খুলনা

বাড়ী নং২৭৭, রোড নং০১ কে ডি সোনাডাঙ্গা /, ২য় ফেজ, খুলনা৯১০০

 ফোন # ০৪১৭৩১৬৭৩

বরিশাল

বাড়ি নং১০০০, ওয়ার্ড নং১২, মেডিকেল কলেজ লেন, দক্ষিণ আলেকান্দা বরিশাল৮২০০

 ফোন # ০৪৩১৬১১৬৮

রংপুর

বাড়ী নং৩৯০, জি এল রায় রোড কামাল কাছনা, রংপুর৫৪০০

 ফোন # ০৫২১৫৬০১৫

 

ঢাকাবিভাগের জন্য জাতীয়বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গাজীপুর১৭০৪

 

০৮।পরীক্ষা পরিচালনা

সংশ্লিষ্টকলেজ কেন্দ্র ফি বাবদ আদায়কৃত৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা হতে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা কলেজে জমাথাকবে যা দ্বারা পরীক্ষাসংক্রান্ত ব্যয় যেমন বিশ্ববিদ্যালয় যাতায়াত, বিবরণী প্রিন্ট/ফটোকপি ইত্যাদি নির্বাহ করবে। অবশিষ্ট ৩০০/- (তিনশত) টাকা কেন্দ্রের ভারপ্রাপ্তকর্মকর্তার  যেকেন্দ্রের সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে কেন্দ্রের) নিকট পরীক্ষার পূর্বেই জমা দিতে হবে।যা দ্বারা কেন্দ্রের যাবতীয় ব্যয় (বিশ্ববিদ্যালয় হতে পরীক্ষার উত্তরপত্র, প্রশ্নপত্র সংগ্রহ, আনুষঙ্গিক দ্রব্যাদি গ্রহণ, পরীক্ষানুষ্ঠান উত্তরপত্র প্রেরণইত্যাদি) নির্বাহ করবে।

০৯।ইনকোর্স পরীক্ষার নম্বও প্রেরন

শিক্ষার্থীদেরফরমপূরণের সময় () এর মাধ্যমে ২০১৯২০২০ শিক্ষাবর্ষের নিয়মিতএবং ২০১৮২০১৯, ২০১৭২০১৮ ২০১৬২০১৭, শিক্ষাবর্ষেও অনিয়মিত পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট কোর্সের পেপার কোড নম্বও রেজিস্ট্রেশন নম্বরের বিপরীতে প্রাপ্ত মোট নম্বর () প্রেরণ করতে হবে, এরএক কপি নম্বরপত্র সংশ্লিষ্টশাখার উপপরীক্ষা নিয়ন্ত্রকেরনিকট প্রেরণ এবং এক কপিসংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের অফিসে সংরক্ষণ করতে হবে।

১০।ব্যবহারিক পরীক্ষা

ব্যবহারিকপরীক্ষার তারিখ সময় তত্ত¡ীয় পরীক্ষা শেষেযথাসময়ে পত্র মারফত জানানোহবে।

১১।ফলাফল

পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হবে।

১২।প্রমোশন

) গ্রেডিং পদ্ধতির সম্মান পরীক্ষায় () এবং () এর ক্ষেত্রে ১মবর্ষ থেকে ২য় বর্ষেপ্রমোশনের জন্য সকল কোর্সেপরীক্ষা দিয়ে অন্তÍ০৩টি তত্ত¡ীয় কোর্সেন্যূনতম () গ্রেড পেতে হবে।

) ০১টি কোর্সে অনুপস্থিতথেকে শিক্ষার্থী অন্যান্য কোর্সে পরীক্ষা দিয়ে সে সবকোর্সে ন্যূনপক্ষে () গ্রেড পেলে পরবর্তী বর্ষেপ্রমোশন পাবে। পরবর্তী বছরের পরীক্ষার্থীদের সঙ্গে তাকে অনুপস্থিত বিষয়েঅবশ্যই পরীক্ষা দিতে হবে।

দি:দ্র: পরীক্ষা সংক্রান্তযাবতীয় তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়েরওয়েব সাইট () প্রকাশ করাহবে। টিঠি বা অন্যকোন মারফত কোন তথ্য বাবিজ্ঞপ্তি প্রেরণ করা হবে না।প্রতিদিন উল্লিখিত ওয়েব সাইট এবংবিকালে অন্তÍতঃ ০২(দুই) বার চেক করারজন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা ল।

Write Your Comments
Back to top button