Preparation

একসেস বিডি কোম্পানিতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত | BD RESULTS360

একসেস বিডি হলো একটি বেসরকারী কোম্পানী। সম্প্রতি তাদের প্রতিষ্ঠানে কিছু লোক নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোম্পানিটি। কোম্পানি তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে তারা তাদের প্রতিষ্ঠানের জন্য কিছু সৎ, নিষ্ঠাবান, কর্মঠ, মেধাবী ও দায়িত্বশীল জনবল নিয়োগ করবে।

  • [accordion]
    • যেসব পদে নিয়োগ দেওয়া হবে
      • ০১। অফিস সহকারী – ০৫ জন।
        ০২। মার্কেটিং এক্সিকিউটিব – ০৬ জন।
        ০৩। সুপারভাইজার – ০৩ জন।
        ০৪। সেলস রিপ্রেজেন্টেটিভ – ১৮ জন।
        ০৫। প্রহরী ক্লিনার – ০৩ জন।
    • আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা
      • ০১ থেকে ০৩ নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান পাশ হতে হবে।
        ০৪নং পদের জন্য উচ্চমাধ্যমিক/সমমান।
        ০৫নং পদের জন্য অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
    • আবেদনকারীদের বয়স
      • ১নং থেকে ২নং পদের জন্য বসয় হতে হবে ২৫-৩৫ বছর।
        ৩নং পদের জন্য ২৩-৩৫ বছর।
        ৪নং পদের জন্য ২০-৩৫ বছর।
        ৫নং পদের জন্য ১৮-৪০ বছর।
    • বেতন
      • সকল পদের আবেদনকারীদরে বেতন আলোচনা সাপেক্ষে দরা হবে।
    • বিস্তারিত জানতে
      • সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন   —————– তারিখ—-১৩/০৬/২০১৯ — পৃষ্টা — ০৭ 
        access bd job cicular
        একসেস বিডি, নিয়োগ বিজ্ঞপ্তি
        সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন/১৩/০৬/২০১৯(পৃষ্টা-০৭)
Write Your Comments

Related Articles

Back to top button