NU Notice

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের এলএলবি ১ম পর্ব পূনঃনিরীক্ষণে আবেদন করার নিয়ম

National University All Update News

জাতীয় বিশ্ববিদ্যালয় ১৫/০৭/২০২১ তারিখ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ২০১৯ সালের এল এলবি ১ম পর্ব পরীক্ষার পূনঃনিরীক্ষণের জন্য On-line এ আগামী ০৮/০৮/২০২১ তারিখ রবিবার সকাল ১০.০০টা থেকে ২৪/০৮/২০২১ তারিখ মঙ্গলবার দুপুর ২:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে এবং বিকাল ৪:০০ টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেয়া যাবে।

আরও পড়ুন –

কিভাবে সোনালী সেবার মাধ্যমে আবেদন করবেন

ছাত্র/ছাত্রী নিজেই www.nu.ac.bd ওয়েবসাইটে যেয়ে Service মেনু সোনালী সেবা Pay Slip ->Students Fee Rescruiting Fee থেকে নির্ধারিত আবেদন ফরম পুরন করে Pay Slip ডাউনলোড করতে পারবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখ পূর্বক টাকার অংকে লেখা থাকবে এবং এর প্রিন্টকপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায় সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে পরবর্তীতে উদ্ভত জটিলতার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

উল্লেখ্য ফলাফল পূনঃনিরীক্ষণ/নম্বর যাচাই ফি প্রতি পত্র ৮০০/-(আটশত) টাকা।

সোনালী সেবা সংক্রান্ত প্রয়োজনে ০১৮৬৭০৬৫১১১ অথবা ০২৯২৯১০৬৩ নম্বরে যোগাযোগ করা যযেতে পারে।

Write Your Comments
Back to top button