NU Notice

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার নিয়োগ

Rate this post
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর আবদুস সালাম হাওলাদার। বৃহস্প্রতিবার (২৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয় রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর ১৪(১) ধারা অনুযায়ী প্রফেসর আবদুস সালাম হাওলাদারকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রফেসর আবদুস সালাম হাওলাদার ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ও টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়াও বরিশাল ব্রজমোহন  (বিএম) কলেজ, জগন্নাথ কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা পেশায় নিযুক্ত ছিলেন। তিনি দীর্ঘ ২১ বছরের শিক্ষকতা জীবনে শিক্ষ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সচিব ছিলেন।

এর আগে প্রফেসর আবদুস সালাম হাওলাদার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার বৃহস্প্রতিবার বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির নগর কার্যালয়ে যোগদান করেন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান নতুন ট্রেজারারকে স্বাগত ও অভিন্দন জানান।

Write Your Comments
Back to top button