National UniversityNU Notice
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৭ সালের বিএড (অনার্স) পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে যে ২০১৭ সালের বিএড (অনার্স) ৪র্থ বর্ষ এবং ৩য় বর্ষ যথাক্রমে ৭ম এবং ৫ম সেমিস্টারের ফরম পুরর্ণ Online এ সম্পন্ন করা হবে।
অনলাইনে ফরম পুরণ আগামী ০৩/১২/২০১৭ইং তারিখ থেকে শুরু হয়ে ১০/১২/২০১৭ইং তারিখ পর্যন্ত চলবে।
অনলাইনে ফরম পুরণ আগামী ০৩/১২/২০১৭ইং তারিখ থেকে শুরু হয়ে ১০/১২/২০১৭ইং তারিখ পর্যন্ত চলবে।
![]() |
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিএড (অনার্স) পরীক্ষার ফরম পূরণ নোর্টিশ ২০১৭ |
বিএড (অনার্স) ৩য় বর্ষ ৫ম সেমিস্টারে কারা অংশগ্রহণ করবে?
- বিএড (অনার্স) ৩য় বর্ষ ৫ম সেমিস্টারে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১৩-২০১৪ শিক্ষা বর্ষের অনিয়মিত/মানোন্নয়ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। উক্ত শিক্ষা বর্ষের বাইরে কেউ ফরম পূরণ করতে পারবে না।
- ২০১৬ সালে পরীক্ষায় ’C’ গ্রেড, ’D’ গ্রেড এবং ‘’ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের এবারই মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ’C’ গ্রেড, ’D’ গ্রেড একবারের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না।
সম্পুর্ণ নোটিশ ডাউনলোড করুণ এখান থেকে।
বিএড (অনার্স) ৪র্থ বর্ষ ৭ম সেমিস্টারে কারা অংশগ্রহণ করবে?
- বিএড (অনার্স) ৩য় বর্ষ ৫ম সেমিস্টারে ২০১৩-২০১৪ শিক্ষা বর্ষের নিয়মিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। উক্ত শিক্ষা বর্ষের বাইরে কেউ ফরম পূরণ করতে পারবে না।
বিস্তারিত নোটিশ ডাউনলোড করুণ এখান থেকে।
Write Your Comments