Admission NoticeAdmission Results

HSC Admission 2023 | XI Class Admission System 2022-2023

HSC Admission 2023: Higher Secondary Certificate (HSC) admission notice has been published by Authority. HSC Admission Apply System Announced on XI Class Admission website xiclassadmissions.gov.bd Today we will discuss XI Class 1st year admission online form filling process, minimum requirements, total seats and other related information.

Rajuk Uttara Model College Admission

willes little flower school and college Admission

Online application for admission to class XI will start this academic year. The application process will last up to 2 Then the result will be declared and the admission will be done in three phases. 11th class will start, we will discuss all the process of admission process here.

একাদশ শ্রেণীতে ভর্তি ২০২৩ এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  1. SSC রেজিস্ট্রেশন কার্ড
  2. SSC এডমিট কার্ড
  3. SSC অনলাইন মার্কশীট
  4. নিকট অতীতে তোলা পাসপোর্ট আকারের ছবি
  5. স্কুল থেকে প্রাপ্ত প্রসংসাপত্র
  6. বাবা ও মায়ের ছবি
  7. জন্মনিবন্ধন সার্টিফিকেট

কিভাবে আবেদন করবেন?

প্রথমে টেলিটক, নগদ, বিকাশ, রকেট কিংবা শিউরক্যাশ এর মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফি ১৫০ টাকা জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার জন্য মোবাইল ব্যাংকিং অ্যাপ অথবা টেলিটক সিম ব্যবহার করতে পারেন। পরবর্তীতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা: xiclassadmission.gov.bd

টেলিটকের মাধ্যমে একাদশ শেণীতে ভর্তি আবেদন ফি জমা দেওয়ার নিয়ম:

  • CAD<space>WEB<space>এসএসসি / সমমান পরীক্ষায় পাসের রোল<space>এসএসসি / সমমান পরীক্ষায় পাসের সাল লিখে ১৬২২২ নাম্বারে সেন্ড করুন।
  • ফিরতি মেসেজে আপনার নাম ও আবেদন ফি বাবদ যে ১৫০ টাকা কাটা হবে, তা জানিয়ে দিবে, সেইসাথে একটি পিন কোড পাবেন।
  • রিপ্লাই মেসেজে CAD<space>WEB<space>পিন< space>Contact Number লিখে ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিন।

একাদশ শ্রেণীর ভর্তি অনলাইন ভর্তি আবেদন পদ্ধতি

  1. এইচএসসি বা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথমে অফিসিয়াল সাইট www.xiclassadmission.gov.bd ভিজিট করুন।
  2. এই সাইট ভিজিট করে আবেদন করার আপনার এসএসসি রোল নাম্বার, এসএসসি বোর্ড, পাশ করার বছর, এবং এসএসসি রেজিস্ট্রেশন নম্বর লিখুন।
  3. সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর সাবমিট বোতামে ক্লিক করুন।
  4. সাবমিট করলে আপনার এসএসসির অন্যান্য তথ্য দেখতে পারবেন।
  5. ৫ম ধাপে কলেজ বাছাই করতে হবে। সর্বাধিক ১০ টি এবং সর্বনিম্ন ৫ টি সরকারি এবং বেসরকারী কলেজ বাছাই করার সুযোগ পাবেন। সেই সাথে বিভাগ, শিফট প্রভৃতি বাছাই করে দিতে হবে।
  6. কলেজ বাছাই শেষ হলে আবেদন বাটনে ক্লিক করুন। এইচএসসি বা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সফলভাবে আবেদন সম্পন্ন হলে একটি নিশ্চিতকরণ এসএমএস পাবেন যা আপনার ফোনে আসবে।
  7. এইচএসসি ভর্তি আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট করে নিন। প্রিন্ট কপি পরবর্তীতে আপনার জন্য নির্বাচিত কলেজে ভর্তির সময় প্রয়োজন।

মোবাইলের মাধ্যমে একাদশ শ্রেণীতে ২০২২-২৩ সেশনে ভর্তির জন্য আবেদন

অনলাইন ছাড়াও ফিচার মোবাইল দিয়ে এসএমএস এর মাধ্যমেও একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করতে পারেবেন। প্রথমে এরপর আপনার মোবাইলের মেসেজ অপশনে যান এবং টাইপ করুন –

CAD<space>কলেজ EIIN <space>এসএসসি বোর্ড <space>নির্দিষ্ট গ্রুপের প্রথম অক্ষর<space>এসএসসি রোল <space>এসএসসি পাসের বছর <space>এসএসসি রেজিস্ট্রেশন নং <space>শিফট <space>কোটা টাইপ করার পরে এই 16222 নং এ মেসেজটি পাঠিয়ে দিন। তৎক্ষনাৎ আপনি একটি একটি নিশ্চিতকরণ এসএমএস পেয়ে যাবেন।

নিশ্চিতকরণ এসএমএস এর সাথে পাওয়া পিন দিয়ে কনফার্ম করতে হবে। এজন্য টেলিটক সিম ব্যবহার করে উপরোক্ত উপায়ে আবেদন ফি জমা দিন। যেমন: রিপ্লাই মেসেজে CAD<space> পিন< space>Contact Number লিখে ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিন।

  • যদি আপনার কোন কোটা না থাকে তবে এসএমএস এ কোটা উল্লেখ করার দরকার নেই।
  • বোর্ডের ক্ষেত্রে ইংরেজির প্রথম ৩ অক্ষর উল্লেখ করবেন যেমন: DHA, RAJ
  • গ্রুপ শর্ট কোড: বিজ্ঞানের জন্য S, ব্যবসা শিক্ষার জন্য B, মানবিকের জন্য H.
  • ভার্সনের ক্ষেত্রে বাংলার জন্য B, ইংরেজির জন্য E.
  • শিফট কোড: সকাল এর জন্য M, ডে শিফটের জন্য D

HSC Admission Circular 2023

অরিজিনাল এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ ডাউনলোড

একাদশ শ্রেণীতে ভর্তি বা এইচএসসি ভর্তি ২০২২-২০২৩ এর বিজ্ঞপ্তি গত ৩০ ডিসেম্বর একাদশ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হয়।
২০২২-২৩ সেশনে এইচএসসি কলেজে ভর্তি শুরুর তারিখ থেকে শুরু কবে, ১ম, ২য় ও ৩য় রেজাল্ট দেওয়ার তারিখ, গুরুত্বপূর্ণ তারিখ, সময় এবং আবেদন প্রক্রিয়া জানতে পারবেন।

একাদশ ভর্তি সার্কুলার ২০২৩ ডাউনলোড করার জন্য www.xiadmisssion.gov.bd এই লিঙ্কটি দেখুন।

HSC Admission 2023 ‍Apply Online

Complete the online application process and system for the upcoming and ongoing class XI admission system in Bangladesh. After the official announcement, all HSC admission procedures should be completed through this website www.xiclassadmission.gov.bd. So students can easily find all kinds of HSC admission 2023 information on our website xi class admission gov bd. We are regularly updating information about Class XI Admission 2023.

HSC Admission 2023

XI Class Admission System (Session 2022-23)

Secondary school certificate pass boys and girls are thinking how to apply for XI admission or college admission or class XI admission. Don’t worry! It is a simple and easy way to apply for admission. The admission authority describes and directs all processes and procedures. Where, we update information as image and PDF. So that students themselves can easily apply for admission online.

XI Class Admission Circular 2022-2023

How to Apply for HSC Admission?

Today we will discuss how to apply for HSC Admission 2023. You can easily fill HSC admission form online. Because most of the applicants do not know this process.

Write Your Comments
Back to top button